রইচ উদ্দিন আহমেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর রাসেলের মায়ের আহাজারি থামছেই না

কিশোর রাসেল ও তার মা মোছা. অঞ্জনা। ছবি : সংগৃহীত
কিশোর রাসেল ও তার মা মোছা. অঞ্জনা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চলছিল সংঘর্ষ। ঠিক ওই সময় টিডিসি এলাকায় আন্দোলন দেখতে গিয়ে বের হয়েছিলেন ১৫ বছরের কিশোর রাসেল। হঠাৎ গুলি এসে বিঁধে তার বুকে বিদ্ধ হয়। মাটিতে লুটিয়ে পড়ে রাসেল। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। টানা ৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২২ জুলাই মৃত্যু হয় রাসেলের।

শনিবার (২৭ জুলাই) বিকেলে নওগাঁর মান্দায় কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে গিয়ে কথা হয় নিহত রাসেলের পরিবারের সঙ্গে। ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন মা-বাবা। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস।

এদিকে কিশোর রাসেলকে হারিয়ে পাগলপ্রায় তার মা মোছা. অঞ্জনা। ছেলের শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা মো. পিন্টু রহমানও।

জানা গেছে, নিহত রাসেলের পরিবারে মা-বাবা ও তিন বোন নিয়ে অভাবের সংসার। বাবা মো. পিন্টু রহমান খেটে খাওয়া দিনমজুর আর মা মোছা. অঞ্জনা পরের বাড়িতে করেন গৃহকর্মীর কাজ। ছোট মেয়ের নাম মোছা. বৈশাখী সে প্রতিবন্ধী এবং বড় দুই বোন মোছা. শারমীন ও মোছা. শাকিলা তারা বিবাহিত। অভাবের তাড়নায় নারায়ণগঞ্জ এলাকায় মোয়াজ্জেম নামের এক ব্যক্তির রেডিমেড গার্মেন্টস এ কাজ করতেন রাসেল।

নিহত রাসেলের বাবা মো. পিন্টু রহমান জানান, গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ ডিআইটি রোড এলাকায় কোটা আন্দোলন দেখতে গেলে রাসেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয় দুজন ছেলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় গ্রামের বাসিন্দা মো. মাহফুজ বলেন, রাসেল ছেলেটা সৎ ছেলে ছিল। আগে থেকেই তার পরিবার আর্থিক কষ্টে দিন কাটাত। অভাবের তাড়নায় রাসেল নারায়ণগঞ্জে এক রেডিমেড গার্মেন্টস দোকানে কাজ করতে যায়। এরপর কোটা আন্দোলন দেখতে গিয়ে বুকে গুলি লেগে তার মৃত্যু হয়।

কশব ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বুলু জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাসেলের মরদেহ গ্রামের বাড়ি আনা হয় এবং রাত ২টার দিকে দাফন হয়। সেখানে স্বজনদের আর্তনাদে শোকাবহ পরিবেশ তৈরি হয়। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা।

এ বিষয়ে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, রাসেল ছেলেটা নারায়ণগঞ্জে থাকতেন। সে ওই এলাকায় বাজারের কাছে ভাড়া থাকত এবং সেখান আন্দোলন দেখতে গিয়ে গুলি লেগে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X