তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বরাদ্দকৃত জায়গা পেতে আদালতে ঘুরছে শিশুশিল্পী

শিশুশিল্পী ফারজিনা আক্তার। ছবি : কালবেলা
শিশুশিল্পী ফারজিনা আক্তার। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের দুর্গম এলাকা ছিলানী তাহিরপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে ফারজিনা আক্তার (৯)। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হয় ফারজিনা।

গত বছরের ১৪ নভেম্বর ঢাকায় প্রধানমন্ত্রীর হাত থেকে ফারজিনা পুরস্কার গ্রহণ করে। ফারজিনার বাবা সায়েম মিয়া দরিদ্র মানুষ। তাদের থাকার একমাত্র বাড়িটি অভাবের কারণে বিক্রি করে দিতে হয়েছে। পুরস্কার রাখার জায়গাও নেই তার। পুরস্কারের টাকা দিয়ে গ্রামে একটি বাড়ি করার স্বপ্ন ফারজিনার। তার স্বপ্নের বিষয়টি পত্রপত্রিকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনায় আসে।

পুরস্কার নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পর সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঙ্গে ফারজিনাসহ তার পরিবারের সবাই দেখা করেন। তিনি পরিবারের আর্থিক অবস্থার খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। সেইসঙ্গে সব সময় তার পরিবারের খোঁজখবর রাখার জন্য তাহিরপুর উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

সায়েম এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ডিসেম্বর মাসে আশ্রয়ণ প্রকল্প-২-এর মাধ্যমে ফারজিনার পরিবারকে একটি ঘর দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া মৌজার লাকমা গ্রামে ফারজিনার পরিবারকে অবৈধ দখলদার উচ্ছেদ করে ১৭ শতক জমি দেওয়া হয়। ওই জমিতে একটি ঘর করে দেওয়ার জন্য সমাজসেবা কার্যালয়ের অনুকূলে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বরাদ্দও হয়।

কিন্তু এই জমির অবৈধ দখলদার মোবারক মিয়া তাদের নামে আদালতে মামলা করে। এখন মামলার কাগজ নিয়ে সুনামগঞ্জ কোর্ট ও জেলা প্রশাসক কার্যালয়ে ঘুরছেন ফারজিনার বাবা সায়েম মিয়া। যাওয়া-আসা ও মামলার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন সায়েম।

ফারজিনার মা আফিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আমার মেয়ের জন্য আমাদের জায়গাসহ ঘর বরাদ্দ দিয়েছেন তিনি। এখন ইউএনও স্যার আপাতত আমাদের গুচ্ছ গ্রামে (মুজিবপল্লী) থাকার জন্য একটি ঘর খুলে দিয়েছেন। পরিবার নিয়ে তিনবেলা ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারি না। মামলা চালানো বা আসা-যাওয়ার খরচ বহন করার সামর্থ্যও আমার নেই। এদিকে স্থানীয়রা খুব সমস্যা করে। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ কালবেলাকে জানান, ফারজিনার বাবা সায়েমকে ভূমিহীন হিসেবে সরকার কর্তৃক খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। সেখানে ঘর নির্মাণ হচ্ছে। মামলা শেষ হলে তারা সেই ঘরে উঠতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১০

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১১

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১২

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৩

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৪

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৬

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৭

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৮

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৯

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

২০
X