বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। আন্দোলনে নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে শহরজুড়ে বিক্ষোভ ও গণমিছিল করছে প্রায় দেড় হাজার শিক্ষার্থী। সড়ক অবরোধ করে বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ রেখেছে আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিভিন্ন এলাকা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মিছিল নিয়ে জমায়েত শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে শহীদ মিনার ও বিজয়স্তম্ভ প্রাঙ্গণ ভরে উঠে তাদের মিছিলে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগানে দিতে দেখা যায় তাদের।
চাষাঢ়া থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে আবার চাষাঢ়ায় জড়ো হয়। চাষাঢ়ার বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ রেখেছে তারা। প্রায় ২ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে রংতুলিতে ও স্প্রে দিয়ে প্রতিবাদী লিখনী লিখেছেন তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করেই চাষাঢ়ায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আমাদের ভাইদের গতকালও হত্যা করা হয়েছে। এর শেষ আমরা দেখে ছাড়ব।
এ সময় চাষাড়ার মোড়ে বিজিবির গাড়ির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। এই দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থানের কারণে নারায়ণগঞ্জে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য করুন