বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার পিতা শহীদ একেএম ফজলুল কাদের চৌধুরী ও বড় ভাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে জেলখানায় রেখে নাটক সাজিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ। আমাদের মতো দেশের বহু মানুষকে হত্যা, গুম ও নির্যাতন করেছে একমাত্র বিএনপি করার অপরাধে ও ইসলামী মূল্যবোধ বুকে ধারণ করার জন্য।
তিনি বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তব্যে বলেছিলাম এ দেশের মানুষকে মুক্ত করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকটি আগস্টের প্রয়োজন। এ বক্তব্যের কারণে আমার বিরুদ্ধে হাসিনার স্বৈরাচারী সরকার মামলা করে তিন বছরের জেল দিয়েছে। তবে এ আগস্টে স্বৈরশাসকের পতন হবে আর হাসিনা পালিয়ে যাবেন, তা আমি নিজেও কল্পনা করিনি।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে তার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস কাদের উপরোক্ত মন্তব্য করেন।
এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে গণসংবর্ধনায় বক্তব্য দেন।
মন্তব্য করুন