টঙ্গী (গাজীপুর) প্রতিনি‌ধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করছেন। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করছেন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে কয়েকজন কর্মকর্তার পদত্যাগসহ ১৫ দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছে যমুনা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ দুপুর ১২টা পর্যন্ত চলে। এরপর শ্রমিকরা শাখা সড়কে গিয়ে অবস্থান নেয়।

জানা যায়, সকাল ১০টার দিকে এমট্রানেট গ্রুপের ভিলেইজ এক্সপোর্ট লি. ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা পার্শ্ববর্তী যমুনা অ্যাপারেলসের গেটে এসে কারখানাটি ছুটি ঘোষণা করতে বাধ্য করে তারা নিজেদের কারখানার সামনে চলে যায়। পরে যমুনা অ্যাপারেলস লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে ১৫ দাবি উত্থাপন করে ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে কারখানার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।

ঘটনাস্থলে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে পুনরায় এমট্রানেট গ্রুপের শ্রমিকদের সাথে একত্রিত হয় তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, তারা ১৫ দফা দাবি মেনে নিতে যমুনা অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় বিক্ষোভ করছেন।

শ্রমিকদের দাবিগুলো হলো, হাজিরা বোনাস এক হাজার, নতুন হেলপারের বেতন ১২ হাজার ৫০০ টাকা, এডমিন ম্যানেজার কবিরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, বৃষ্টির দিনে ১০ মিনিট ছাড় দেওয়া, শ্রমিক চলে গেলে কিছু না বলা, টিফিন বিল ৫০ টাকা, শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার না করা এবং আন্দোলনরত শ্রমিকদের চাকুরিচ্যুত না করাসহ ১৫ দফা।

আন্দোলনরত শ্রমিক আসরাফ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, আমাদের কর্ম বির‌তি আজ ৩য়‌ দিন চল‌ছে। আগে আমা‌দের বেতন দেওয়া হ‌তো ৫ থে‌কে ৬ তা‌রিখ। এখন ১০ ও ১৫ তা‌রিখ চ‌লে যায় তারপরও বেতন দেয় না। কারখানার কর্মকর্তারা আমা‌দের সঙ্গে খুবই খারাপ ব‌্যবহার ক‌রে। আমা‌দের ১৫ দফা দা‌বি আদায় না হওয়া পর্যন্ত কা‌জে যোগদান কর‌বে না।

তিনি বলেন, আমা‌দের দা‌বিগু‌লো যখনই উপস্থাপন করা হয় তখন কারখানার কর্তৃপক্ষ শ্রমিক‌দের সঙ্গে খারাপ আচরণ ক‌রে এবং চাক‌রিচ‌্যুত ক‌রে দেয়। কোনো ছুটি চাইলে ছু‌টি পাওয়া যায় না। অসুস্থ‌ হ‌য়ে পড়লে স‌ঠিক চি‌কিৎসাসেবা পাওয়া যায় না।

যমুনা অ্যাপা‌রেলস লি‌মি‌টে‌ডে শ্রমিক রিপা কালবেলাকে জানান, আমরাও আজ‌কে আন্দোলনে যোগ দি‌য়ে‌ছি। আমা‌দের ভাই বো‌নরা তিন‌দিন ধ‌রে এই রো‌ধে আন্দোলন কর‌ছেন। আমার তা‌দের সঙ্গে আন্দোলন ক‌রে দা‌বি আদায় ক‌রে ছাড়‌বে। কারখনার কর্তৃপক্ষের সঙ্গে যোগা‌যোগ ক‌রে তা‌দের পাওয়া যায়‌ নি।

গাজীপুর শিল্প পু‌লি‌শের সি‌নিয়র সহকা‌রী পু‌লিশ সুপার মোশারফ হো‌সেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, শ্রমিক‌দের দা‌বি দা‌ওয়া নি‌য়ে কারখানার কতৃক্ষের সঙ্গে আলোচনা চল‌ছে। এ দিকে আন্দোলনরত শ্রমিকদেরকে বুঝিয়ে সেনাবাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১০

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১১

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১২

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৪

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৭

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৮

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৯

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

২০
X