গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গুলিতে চোখ হারানো হামজার জীবন কাটছে অনটনে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো আমির হামজা। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো আমির হামজা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চোখ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন আমির হামজা। এতে অভাব-অনটনে মানবেতর জীবন কাটছে তার পরিবারের। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়ন পরিষদের নলডুবি গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে তিনি।

এইচএসসি পরীক্ষা শেষে পরিবারের সচ্ছলতা ফেরাতে ঢাকায় গিয়েছিলেন তার পরিচিত এক ভাইয়ের ফ্যাক্টরিতে কাজ করতে। বৃদ্ধ বাবার পরই পরিবারের একমাত্র উপার্জনকারীর থমকে গেছে অর্থনীতির চাকা। এদিকে ছেলের চোখে গুলিবিদ্ধের খবরে স্ট্রোক করে বিছানায় পড়ে আছেন বৃদ্ধ কৃষক বাবা।

জানা যায়, গত ১৮ জুলাই নিজ কর্মস্থল সাইনবোর্ড এলাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশ ও বিজিবি গুলির শব্দে বাইরে গেলে চোখে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যান তিনি। হাসপাতালের বেড থেকেই জানতে পারেন সারা দেশে ১০ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সে ভয়ে হাসপাতাল থেকে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দুদিন ভালো থাকলেও চোখের যন্ত্রণায় ছটফট করলে পরে জাতীয় চক্ষু হাসপাতালে অপারেশন করা হয় তার। অপারেশন শেষে চিকিৎসক জানান, তিনি আর কখনই চোখে দেখতে পাবেন না।

সরেজমিনে শুক্রবার (২৫ অক্টোবর) আমির হামজাকে দেখতে তার বাড়িতে গেলে তার মা মিনা বেগম কালবেলাকে বলেন, আমার ছেলেকে স্বৈরাচারী সরকারের বাহিনী দিয়ে গুলি করে একটা চোখ অন্ধ করে দিয়েছে। আমি ওই স্বৈরাচার সরকারের উপযুক্ত বিচার চাই। পাশাপাশি বর্তমান সরকারের কাছে আমার ছেলেটাকে ভালো একটা কর্মসংস্থানে কাজ দেওয়ার দাবি জানাই।

প্রতিবেশী সাকিরুন বেগম বলেন, আমির হামজা ভালো ছেলে। ঢাকায় কাজ করতে গিয়ে পুলিশের গুলিতে একটা চোখ অন্ধ হয়ে গেছে। ছেলেটা তিন মাস ধরে বাড়িতে পড়ে আছে।

এলাকাবাসী জানান, আমির হামজা ভদ্র ছেলে। পরিবারের অভাব-অনটনের জন্য লেখাপড়া শেষ করতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে একটা চোখ অন্ধ হয়ে গেছে। এখন পরিবারের অবস্থা খুব খারাপ। আমরা সবাই সহযোগিতা করছি। যদি সরকারের পক্ষে থেকে কোনো সহযোগিতা পায় তাহলে পরিবার সচ্ছল হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র কালবেলাকে বলেন, আমরা আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করেছি। সেখানে তার নাম রয়েছে। চিকিৎসার পাশাপাশি যদি আর্থিক সাহায্য প্রয়োজন হয়। তাহলে দ্রুত সমাজসেবা থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

১০

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

১১

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১২

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

১৩

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

বিএনপির ৩ নেতা  বহিষ্কার

১৫

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

১৬

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

১৭

মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

১৮

ছাত্রদলের মিছিলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ল সায়দুল

১৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও একজন

২০
X