নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এক টাকায় স্বাস্থ্যসেবা পেল পাঁচ শতাধিক রোগী

এক টাকায় স্বাস্থ্যসেবা নিচ্ছেন বিভিন্ন বয়সী রোগীরা। ছবি : কালবেলা
এক টাকায় স্বাস্থ্যসেবা নিচ্ছেন বিভিন্ন বয়সী রোগীরা। ছবি : কালবেলা

নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য অভিনব উদ্যোগ হিসেবে ‘এক টাকায় স্বাস্থ্যসেবা’ কর্মসূচির আয়োজন করেছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি।

শনিবার (২৮ ডিসেম্বর) নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর সহযোগিতায় ছিল নাটোর স্বাস্থ্য বিভাগ।

এদিন সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত এই কার্যক্রমে চিকিৎসাসেবা দেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম শেখ।

আয়োজকরা জানান, ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে।

চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, কয়েকদিন ধরে পায়ের ব্যথায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লাগছে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, এখন কীভাবে চলতে হবে এবং কী ওষুধ খেতে হবে। ওসমান গণী নামে আরেক রোগী বলেন, দীর্ঘদিন ধরে চর্মরোগ সমস্যায় আছি। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারিনি। এখানে ১ টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ অনুযায়ী এখন ওষুধ খাব।

জেসমিন আক্তার নামে আরেক রোগী বলেন, শহরে ডাক্তার দেখাতে গেলেই অনেক টাকা খরচ হয়ে যায়। বাড়ির কাছেই শহরের ডাক্তাররা এসেছেন। তাই চলে এলাম। এমন আয়োজন মাঝেমধ্যেই হওয়া দরকার।

নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। ভবিষ্যতে নাটোরের অন্যান্য উপজেলায়ও এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১০

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

১১

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

১২

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১৩

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৪

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

১৫

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল 

১৬

চাকসুতে চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাচ্ছেন রাকিব

১৭

শীত আসছে, এসির যেসব কাজ না করলে বিপদ

১৮

প্রকাশ্যে এলো কারিনার সৌন্দর্যের গোপন রহস্য

১৯

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ পোস্ট কমান্ডারসহ আটক ২

২০
X