মানবতাবিরোধী অপরাধে মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর জামালপুরের বকশীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজ্জাদ হোসেনসহ জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসেন, জামায়াত নেতা মোতালেব হোসেন, আলমগীর হোসেন, বকশীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুবদল নেতা সানী মিয়া।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘অভিযান চলমান আছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
মন্তব্য করুন