সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের ভাস্কর্য ভাঙচুর, ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘কৃষান চত্বর’ নামের ভাস্কর্য ভাঙা হয়। ছবি : কালবেলা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘কৃষান চত্বর’ নামের ভাস্কর্য ভাঙা হয়। ছবি : কালবেলা

সুনামগঞ্জে ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই। বিষয়টি এই প্রথম শুনলাম। আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসব।

গত শুক্রবার রাতে একদল লোক মিছিল নিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে স্থাপিত ‘কৃষান চত্বর’ নামের ভাস্কর্যটি ভেঙে ফেলে। শনিবার ভাঙচুর করা ভাস্কর্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

বিশ্বম্ভরপুরের পর্যটন বিকাশ, সৌন্দর্য বর্ধন ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু ভাস্কর্য ও স্থাপনা নির্মাণ করা হয়। এ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদি উর রহিম জাদিদের উদ্যোগে এগুলো নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে হাওর-প্রধান এ উপজেলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পাশে উপজেলার চালবন্দ পয়েন্টে কৃষকের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়। এ ছাড়া উপজেলার কারেন্টের বাজার মোড়কে ‘বোয়াল চত্বর’ নামকরণ করে নির্মাণ করা হয়েছিল বোয়াল মাছের আদলে একটি ভাস্কর্য।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এরপর শুক্রবার রাতে একদল লোক কৃষান চত্বরে থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভাস্কর্য ভাঙার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছে।

এ বিষয়ে বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, একদল লোক এটি ভেঙে ফেলেছে; কিন্তু ভাঙচুরকারীদের পরিচয় জানতে পারিনি। তাই আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

এটি পুনর্নির্মাণ করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

আইনের বেড়াজাল পেরিয়ে কারাগারে বিয়ে

স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত

মোবাইলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখবেন যেভাবে

চাকসুর ভোট গণনা হবে যেভাবে

সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

১০

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১১

টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১২

১৭ অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

১৩

পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

১৪

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

১৬

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

১৭

হিন্দি ওটিটিতে দ্বৈত হানা

১৮

হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্ট

১৯

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

২০
X