শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক মুহা. কামরুল হাসান। ছবি : সংগৃহীত
সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক মুহা. কামরুল হাসান। ছবি : সংগৃহীত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয় এবং আওয়ামী লীগপন্থিদের ভরাডুবি হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক মুহা. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। আইনজীবী সমিতির নির্বাচনে কোনো পদেই মনোনয়নপত্র দাখিল করেনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র দাখিলের পর পদগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সিরাজুল হক আকন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন, সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সিনিয়র সহ সভাপতি জালাল আহমেদ সবুজ, সহ সভাপতি ড. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. কামরুল হাসান, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক এইচ এম লোকমান হোসাইন, লাইব্রেরি সম্পাদক জাকির হুসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ, সদস্য সাখাওয়াত হোসেন মোল্যা, মাহবুবুর রহমান খান স্বপন, জাকির হোসেন তালুকদার জয়নাল আবেদীন ও মুনিরা আক্তার বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে লাইব্রেরি সম্পাদক জাকির হুসাইন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আর বাকি সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

কমিশন সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল বুধবার। এতে ১৫টি পদের জন্য মনোনয়নপত্র দাখিলের আহ্বান করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের সময়। তবে নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র দাখিল করেনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইনজীবীরা। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মনোনয়নপত্র দাখিল করলে পরে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে সকাল থেকে আইনজীবী সমিতির সামনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের অদূরে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভীড় লক্ষ্য করা গেছে। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো গোটা এলাকা। সকালে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম নামে এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্চিতের অভিযোগ ওঠে। তবে এ ছাড়া অন্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আবু হানিফ মিয়া বলেন, আমাদের কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। কেন দাখিল করেননি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে না থাকায় আমাদের ফোরামের কেউ মনোনয়নপত্র দাখিল করেনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম বলেন, আমরা ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বচ্ছতা ও সততার সঙ্গে আইনজীবী সমিতি আগামী এক বছর পরিচালনা করতে চাই। আমরা আশা করছি আমাদের পুরো পরিষদ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবে। আজকে একটি গ্রুপ এই নির্বাচনে আসেনি, এরপরেও আমরা চাই তাদেরকে সঙ্গে নিয়ে দল-মত নির্বিশেষে সুন্দর একটি আইন অঙ্গন পরিচালনা করতে।

এ ব্যাপারে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সিরাজুল হক আকন কালবেলাকে বলেন, আজকে ছিল মনোনয়ন দাখিল ও চূড়ান্ত করণের দিন তারিখ। তবে দাখিলকরা পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে প্রাথমিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে বোর্ড টানিয়ে দিয়েছিলাম। তবে আওয়ামী লীগের অনুসারী কেউ মনোনয়নপত্র দাখিল করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১০

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১১

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১২

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৩

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৪

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৫

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৬

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৮

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৯

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২০
X