রাজবাড়ীর দৌলতদিয়ায় নকশীকাথা নামে মেল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। খুলনা যাওয়ার পথে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় রাজবাড়ী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ ব্যাপারে ট্রেনের মধ্যে অবস্থানরত গোয়ালন্দ ঘাট থানা রেলওয়ে পুলিশের কনস্টেবল আ. রহমান কালবেলাকে জানান, হঠাৎ করেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করবে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
তবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, রেলের সিলিপার নষ্ট হওয়ায় এবং দীর্ঘদিন মেরামত না করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ কালবেলাকে জানান, উদ্ধারকারী ট্রেন পাকশী থেকে যাওয়ার পর কমপক্ষে ৩-৪ ঘণ্টা সময় লাগবে। দুর্ঘটনায় চালক ও লোকোমাস্টারের গাফলাতি ছিল কিনা বা এটি কারিগরি ত্রুটির জন্য হয়েছে কিনা সেটি প্রয়োজনে তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন