সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সমাজ পরিবর্তন শুধু স্লোগানে হবে না : ডা. তাহের

চট্টগ্রামে এক শিক্ষা শিবিরে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা
চট্টগ্রামে এক শিক্ষা শিবিরে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা

সমাজ পরিবর্তন করতে হলে শুধু স্লোগানে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী স্বনির্ভর আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৮টায় চট্টগ্রামের বহদ্দারহাট আরবি কনভেনশন হলে এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা শিবিরে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, সমাজ পরিবর্তন করতে হলে শুধু স্লোগানে হবে না, আমাদের সোসাইটিকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। এজন্য আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম গড়ে তোলার পাশাপাশি পরিবারগুলোকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি স্তরে ইসলামের শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আশ্বস্ত করে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষ নতুন নেতৃত্ব পাবে। নারীর মর্যাদা নিয়ে যেসব শঙ্কা রয়েছে তা দূর করে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি- আল্লাহ যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেন তাহলে নারীর মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বের সমালোচনা করে ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শেখ হাসিনা তার পিতার বাকশাল নীতিকে ধরে রাখার চেষ্টা করেছেন, যা দেশের উন্নয়নে যথেষ্ট কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং দেশের রাজনৈতিক সংস্কারে গতি আনতে চায়। আমাদের আদর্শ একমাত্র ইসলাম। সাধারণ মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, মোয়ামেলাতের ক্ষেত্র শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়। হক দুই ধরনের। এক- আল্লাহর হক, দুই- বান্দার হক। এই দুটি মোয়ামেলাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বাস এবং শৃঙ্খলার মাধ্যম মানবজাতির উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, শুধু ব্যক্তিগত ইবাদত দিয়ে আল্লাহর হক আদায় হবে না। খেলাফতের দায়িত্ব পালন অনেক কঠিন। নামাজ, রোজা, যাকাত আদায়ের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে হবে। হয় গাজী না হয় শহীদ, এই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা জাকের হোছাইন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, সংগঠনের সব নেতাকর্মীকে সর্বাবস্থায় আনুগত্য ও শৃঙ্খলা মেনে চলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১১

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১২

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৩

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৪

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৬

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৭

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৮

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৯

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

২০
X