মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

হাতিয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৩৫

সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে হামলায় আহতদের দেখতে রাত পৌনে ১১টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সেখানে আহতদের সার্বিক খোঁজখবর নেন তিনি।

মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেখানে চিকিৎসাধীন সব রোগীর খোঁজখবর নিয়েছি। এখানে সংঘর্ষে বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছি।

জানা গেছে, তমরদ্দি ঘাটকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের দ্বন্দ্ব চলে আসছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারীদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলীর পুলের রাস্তার মাথায় ভিড় করছিলেন। এ সময় আলমগীরের অনুসারীদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হন যাদের মধ্যে ২৫ জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হামলায় আহত তাঁতি দলের তমরদ্দি ইউনিয়নের সভাপতি মো. শাহেদ জানান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের ঈদ পুনর্মিলনী কর্মসূচিতে আমরা ১ নম্বর খিরিদিয়া ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা রওনা হয়েছিলাম। হঠাৎ করে আমাদের মিছিলের পেছন দিয়ে কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। এ সময় আমিসহ আমাদের প্রায় ৩৫ নেতাকর্মী আহত হন। হামলাকারীরা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী।

হামলার বিষয়টি অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, হাতিয়া উপজেলায় কিছু বহিরাগত লোকজন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আমাদের ঘাটের কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। আমাদের পক্ষ থেকে তাদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বলেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী-সমর্থকদের অনুষ্ঠানের আসার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ চালানো হয়। এতে আমার অনেক নেতাকর্মী আহত হয়।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের খবর শুনেছি। তবে আমাদের কাছে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে’

ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি ইরানের

আবাসিক হোটেলে ‘সাংবাদিক’ সেজে অভিযান চালানো সেই হান্নান আটক

সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

সিলেটের ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

দাম বৃদ্ধির প্রতিবাদ / স্থানীয় ও বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো চায়ের নিলাম বর্জন

তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

এবার ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রবাসীদের স্বপ্নগুলো কী অধরাই থেকে যাবে?

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত শতাধিক

১০

কাঠমান্ডু ডিক্লারেশন / মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান

১১

একের পর এক টেলিকম কর্মী অপহরণ, সরকারের হস্তক্ষেপ কামনা

১২

নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন ইরানের

১৩

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির হাতে আটক ১

১৪

ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

১৫

কালো দিবসের কথা গণমাধ্যমে নেই কেন প্রশ্ন জাহিদের

১৬

৩০ ক্রাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন, সিলেটে যৌথবাহিনীর অভিযান শুরু

১৭

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা (ভিডিও)

১৮

পেশিশক্তির রাজনীতি চলবে না : আবু হানিফ 

১৯

ইরানে মোসাদের ড্রোন তৈরির কারখানা উদঘাটন

২০
X