জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে : জ্বালানি উপদেষ্টা

জামালপুরে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
জামালপুরে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

নির্বাচন প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিখ্যাত লাইলাতুল নির্বাচনের দায়িত্বে থাকা সব সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন, তাদেরও সবাইকে অপসারণ করা হয়েছে। সামনে নির্বাচন- এটি একটি কঠিন দায়িত্ব, জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা।

শনিবার (৫ জুলাই) সকালে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা ফাওজুল কবির বলেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

উপদেষ্টা জানান, জ্বালানি তেল কেনার সময় দরপত্র জমা, পদ্মা রেলওয়ের জন্য ভাঙ্গা স্টেশন নির্মাণে ব্যয় সংকোচন, এলপিজি কেনা এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদসহ বিভিন্নভাবে গত কয়েক মাসে এ তিনটি মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।

এ উপদেষ্টা বলেন, আমরা সম্পদ বিবরণী জমা দিয়ে উপদেষ্টা পরিষদে যোগদান করেছি। সময় শেষে আবার সম্পদ বিবরণী জমা দিয়ে বিদায় নেব। এতে জনসাধারণ দেখতে পারবে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সম্পদের কী পরিবর্তন হয়েছে। এতে একটি ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন হবে।

তিনি আরও বলেন, প্রবাসী ও তরুণরা প্রথমবারের মতো ভোট দেবেন। কে কাকে ভোট দেবেন, তা আপনি-আমি জানি না। কাজেই কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়। যিনি নির্বাচিত হবেন, তার সঙ্গে কাজ করাই সরকারি কর্মকর্তার কাজ।

জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় বিজিবি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জেলার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দিনের সফর শেষে বিকেলে রাজধানীর উদ্দেশে রওনা হবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

৮ গোলের ম্যাচে ৭ গোল হজম আর্জেন্টিনার

মাসদাইর কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

১০

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

১১

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

১২

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

১৩

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

১৪

আরও বাড়ল স্বর্ণের দাম

১৫

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

১৬

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১৭

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

১৮

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

১৯

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

২০
X