জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে : জ্বালানি উপদেষ্টা

জামালপুরে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
জামালপুরে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

নির্বাচন প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিখ্যাত লাইলাতুল নির্বাচনের দায়িত্বে থাকা সব সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন, তাদেরও সবাইকে অপসারণ করা হয়েছে। সামনে নির্বাচন- এটি একটি কঠিন দায়িত্ব, জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা।

শনিবার (৫ জুলাই) সকালে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা ফাওজুল কবির বলেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

উপদেষ্টা জানান, জ্বালানি তেল কেনার সময় দরপত্র জমা, পদ্মা রেলওয়ের জন্য ভাঙ্গা স্টেশন নির্মাণে ব্যয় সংকোচন, এলপিজি কেনা এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদসহ বিভিন্নভাবে গত কয়েক মাসে এ তিনটি মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।

এ উপদেষ্টা বলেন, আমরা সম্পদ বিবরণী জমা দিয়ে উপদেষ্টা পরিষদে যোগদান করেছি। সময় শেষে আবার সম্পদ বিবরণী জমা দিয়ে বিদায় নেব। এতে জনসাধারণ দেখতে পারবে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সম্পদের কী পরিবর্তন হয়েছে। এতে একটি ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন হবে।

তিনি আরও বলেন, প্রবাসী ও তরুণরা প্রথমবারের মতো ভোট দেবেন। কে কাকে ভোট দেবেন, তা আপনি-আমি জানি না। কাজেই কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়। যিনি নির্বাচিত হবেন, তার সঙ্গে কাজ করাই সরকারি কর্মকর্তার কাজ।

জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় বিজিবি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জেলার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দিনের সফর শেষে বিকেলে রাজধানীর উদ্দেশে রওনা হবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটে `ফিরছেন` শোয়েব আখতার-আফ্রিদি, খেলবেন টি-টোয়েন্টি ম্যাচ

টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, পুলিশ হেফাজতে ২ চিকিৎসক

চাকরি গেল সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদে কোচের

নির্বাচনী রোডম্যাপ জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

১০

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

১১

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

১২

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

১৩

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

১৪

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

১৫

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১৭

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১৮

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৯

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

২০
X