ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যস্ততা বেড়েছে নৌকা তৈরির কারিগরদের

নৌকা তৈরি করে দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে। ছবি : কালবেলা
নৌকা তৈরি করে দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সড়ক যোগাযোগব্যবস্থা ভালো থাকায় কখনোই তেমন চাহিদা ছিল না নৌকার। তবে গত বছরের আগস্টে গোমতী ও শালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল এই উপজেলাবাসী। সেই ভয়াবহ বন্যায় নৌকার অভাব মানুষকে ভুগিয়েছিল।

যার ফলে আবারও আকস্মিক বন্যায় যেন নৌকার অভাবে বিপাকে পড়তে না হয় সে জন্য এবার বর্ষাকালে এই উপজেলার অনেকেই নৌকা সংগ্রহ করছেন। এতে বিগত বছরগুলোর তুলনায় এখানে নৌকার চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিন দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামে নৌকা তৈরি করছেন দুই ভাই সুভাষ সূত্রধর ও সাদন সূত্রধর। সারা বছর তারা কাঠ দিয়ে বিভিন্ন আসবাব তৈরি করেন। তবে বর্ষাকাল এলে তারা নিয়মিত কাজের পাশাপাশি নৌকা তৈরি করেন। নৌকার তেমন চাহিদা নেই বলে প্রতি বছর গুটিকয়েক নৌকা তৈরি করতেন।

তবে গত বছর ভয়াবহ বন্যার সময় তারা তাদের কর্মজীবনের সবচেয়ে বেশি নৌকা তৈরি ও বিক্রি করেছেন। এবার বর্ষার শুরু থেকে বিগত বছরগুলোর তুলনায় নৌকার অর্ডার বেশি পাচ্ছেন। তাই তারা এখন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

সুভাষ সূত্রধর বলেন, বর্ষার সময় এলে প্রতি বছর দু-চারটা নৌকা বিক্রি হতো। সারা বছর কাঠের কাজের পাশাপাশি বর্ষায় নৌকা তৈরি ও বিক্রি ছিল নামমাত্র। তবে গত বছর বন্যার সময় ও এ বছর বর্ষার শুরু থেকে নৌকার ভালোই অর্ডার পাচ্ছি। এতে নিয়মিত কাজের পাশাপাশি নৌকা বিক্রি করে বাড়তি আয় করতে পারছি।

সাদন সূত্রধর বলেন, হাওর অঞ্চলের তুলনায় এ উপজেলায় নৌকার ব্যবহার নেই বললেই চলে। আর এ কারণে এই উপজেলায় নৌকার তেমন চাহিদাও ছিল না। তবে গত বছরের আগস্টের আকস্মিক বন্যায় মানুষ নৌকার অভাবে অনেক কষ্ট পেয়েছিল। আর এজন্যই এ বছর বর্ষাকাল আসতেই নৌকার অর্ডার পাচ্ছি। আসবাবপত্র তৈরির পাশাপাশি নৌকা তৈরি করতে অতিরিক্ত শ্রম দিতে হচ্ছে।

মফিজুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, গত বছরের বন্যায় নৌকা না থাকায় পরিবার-পরিজন নিয়ে কষ্ট করতে হয়েছে। তাই এবার একটি ডিঙি নৌকা কিনেছি। আল্লাহ না করুক এবার বন্যা হলে অন্তত নৌকার অভাবে কষ্ট ভোগ করতে হবে না। আর বন্যা না হলে নৌকাটি বাড়ির পাশের খালে ডুবিয়ে রাখব।

লিটন মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই উপজেলায় নৌকানির্ভর এলাকা নেই বললেই চলে। তবে গত বছরের বন্যার সময় এই উপজেলায় নৌকার অভাব প্রকট আকার ধারণ করেছিল। সে সময় নৌকার অভাবে মানুষ কষ্ট পেয়েছিল। তাই অনেকে এবার বর্ষাকালে নৌকা কিনছেন।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন বলেন, এই উপজেলায় নৌপথের ব্যবহার নেই। এজন্য নৌকার চাহিদাও নেই। তবে অনেক বছর পর এই উপজেলায় গত বছর ভয়ংকর বন্যা হয়েছিল। সে সময় পর্যাপ্ত নৌকা না থাকায় স্থানীয় মানুষজন খুব কষ্ট ভোগ করেছিলেন। তাই এবার বর্ষা মৌসুমে অনেকেই নৌকা সংগ্রহ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

কুরিয়ারে ঢাকায় আসছিল ভারতীয় বিস্ফোরক, অতঃপর...

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব‍্যবহার করতে দেবে না সৌদি আরব

প্লেব্যাক শিল্পীদের অধিকার আদায়ে যা বললেন ন্যান্সি

১০

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

১১

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টানা পাঁচ জয়

১২

ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত, কঠিন হচ্ছে প্রবেশ

১৩

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

১৪

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড

১৫

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

১৬

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

১৭

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৮

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

২০
X