জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশের পোস্টার ছেঁড়ায় সিলেট সিটি করপোরেশনের দুই শ্রমিক ও এক সুপারভাইজারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায় সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহি ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিসিকের দুজন শ্রমিক ও এক সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ২৫ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রচারণা। সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীরা এরই মধ্যে নগরীতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন।
রোববার (২০ জুলাই) রাতে নগরীর শাহি ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়।
মন্তব্য করুন