বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া। ছবি : কালবেলা
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বিপুল গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২১ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল মিয়া (৪০) উপজেলার সায়দাবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। সম্প্রতি গৃহবধূ শান্তা ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় আলোচনায় আসেন সোহেল। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে পূর্ব শত্রুতার জেরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে ঘটনাস্থলে সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পালানোর সময় মেঘনা নদী থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি এসবিবিএল একনলা বন্দুক, চারটি একনলা দেশীয় তৈরি বন্দুক, দুটি সিলভার কালারের ম্যাগাজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড রাইফেলের গুলি, ১২টি শটগানের সিসা কার্তুজ, তিনটি মোবাইল ফোন, ইউএস ডলার ও নগদ অর্থসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী সোহেলের বিরুদ্ধে চারটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে আরও ছয়টি মামলাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ ও বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে বালুর চরের এরশাদ গ্রুপের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার সমর্থক আক্তার মিয়ার স্ত্রী মোমেনা বেগমকে হত্যা করা হয়। এ ছাড়া আহত হয় মহরম আলীর ছেলে নাজিমুদ্দিন, জামাল মিয়ার ছেলে সিয়াম, মনির মিয়ার ছেলে মাহিন, তাজুল ইসলাম ও রানা মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে : সংস্কৃতি উপদেষ্টা

এই শোকের সময়ে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস চার দলের

সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র বানানো সম্ভব নয় : হাসনাত কাইয়ূম

মামদানির নীতিকে ‘ননসেন্স’ বললেন নেতানিয়াহু

‘হানির লগে যুদ্ধ করি ত্রিশ বছর কাডাই দিছ’

ট্রাম্পের চাওয়ায় কোকা-কোলায় এলো পরিবর্তন

নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান, আটক ৪

ওষুধের দাম বেশি নিলে ছাড় নয়, ভোক্তা অধিদপ্তরের হুঁশিয়ারি

সেই শিক্ষক মাহরিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি

১০

২১ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৬০৬ কোটি টাকা

১১

জবিতে জনপ্রশাসন সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশের গতিপথ শীর্ষক সেমিনার

১২

মাইলস্টোন ট্র্যাজেডি / ‘ছেলেকে সবসময় আইনস্টাইন বলে ডাকতাম’

১৩

গ্রহণযোগ্য নির্বাচনেই বিদ্যমান সংকটের সমাধান সম্ভব : লায়ন ফারুক

১৪

শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না : রাশেদ প্রধান

১৫

সিলেট পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ

১৬

‘ওরাও তো আমার সন্তান, একা রেখে কী করে চলে আসি?’

১৭

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা  

১৮

স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরছেন বগুড়ার আবু জাফর

১৯

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

২০
X