দিনাজপুরে এনসিসি ব্যাংক পিএলসির ‘এনসিসি নিসর্গ’ (বৃক্ষরোপণ কর্মসূচি) এবং বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় ‘এনসিসি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে ‘আপনার সাথে সবুজের পথে’ স্লোগানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম, সাস্টেইনেবল ব্যাংকিং ডিভিশনের প্রধান নিঘাত মুমতাজ এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের মো. আনিসুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক পিএলসির দিনাজপুর শাখার শাখা প্রধান মো. কামাল হোসেনের নেতৃত্বে প্রাণবন্ত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির দিনাজপুর শাখা।
এ অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এবং অন্য শিক্ষকের উপস্থিতিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে ‘এনসিসি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ -এ জ্যামিতি বক্স, খাতা-কলম ও ‘এনসিসি নিসর্গ’ (বৃক্ষরোপণ কর্মসূচি)-র আওতায় ফলজ, ফুল, বনজ বিভিন্ন গাছের চারা প্রদান করা হয়।
মন্তব্য করুন