বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বন কর্মকর্তার ১৭ স্ত্রী ও স্বজনদের মানববন্ধন। ছবি : কালবেলা
বন কর্মকর্তার ১৭ স্ত্রী ও স্বজনদের মানববন্ধন। ছবি : কালবেলা

নানা প্রলোভন দেখিয়ে একে একে ১৭ নারীকে বিয়ে করে তুমুল আলোচনার সৃষ্টি করা সেই বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন আমলি আদালতে নালিশি মামলা করা হয়। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু স্ব-প্রণোদিত হয়ে এ মামলা করেন।

আদালতের বিচারক সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

মামলার বাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু বলেন, বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি, সম্পত্তি দেওয়া, বিমানবালা পদে কাজ করার প্রলোভনে প্রতারণা করে আসছিলেন চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন।

তিনি আরও বলেন, কবির ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন ১৭টি বিয়ে ও বিয়ের নামে প্রতারণা করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিটি বিয়ের ক্ষেত্রে তিনি মুসলিম পরিবার আইনের ১৯৬১-এর ৬ ধারার বিধান লংঘন করে অধ্যাদেশ ৬ (৫)-এর (খ) ধারার অপরাধ সংঘটিত করেছেন। এ ছাড়া প্রথম বিয়ের পর তা গোপন রেখে এক এক করে ১৭টি বিয়ে করে তিনি ধর্মীয় মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি এবং আমাদের সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে গুরুতর অপরাধ সংগঠিত করেছেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী ১৭ নারীকে বিয়ে করার অভিযোগে তার বিচার দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তাছাড়া আলোচিত বিয়ে পাগল এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ে তার বিরুদ্ধে তদন্তে আসে মন্ত্রণালয়ের টিম। একই সময় কবির হোসেনের বিচার দাবিতে বন সংরক্ষণ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এ সময় ঢাকার বাসিন্দা নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ ১৭ নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্ত্রীরা জানান, সবশেষ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে বিয়ে করেন কবির। বিয়ের দ্বিতীয় দিনেই স্ত্রীকে বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার জন্য কবির চাপ প্রয়োগ করেন। লিখে না দেওয়ায় তাকে বন বিভাগের সরকারি কোয়ার্টার থেকে বের করে দেন কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১০

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১১

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১২

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৩

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

১৪

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

১৫

শুরুতে ঝড়, শেষে ম্লান বাংলাদেশ

১৬

টাঙ্গাইলে সরকারি চাল উদ্ধার

১৭

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৮

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে : জুলাই মঞ্চ

১৯

এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে কত টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান?

২০
X