সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জামায়াতে যোগদান ঘিরে বিতর্ক, বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরায় জামায়াতে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা
সাতক্ষীরায় জামায়াতে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ীতে ১৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদানের খবর ঘিরে স্থানীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জেলা বিএনপি বলছে, সংবাদে যাদের বিএনপি নেতাকর্মী বলা হয়েছে, তারা কখনোই দলের সঙ্গে যুক্ত ছিলেন না। অন্যদিকে, জামায়াত নেতারা দাবি করছেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়েই ওই ব্যক্তিরা দলে যোগ দিয়েছেন।

গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ব্যাংদহা কাছারিবাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিল শেষে ওই ১৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দেন। তাদের ফুল দিয়ে বরণ করেন জামায়াত নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের নেতারা।

রোববার রাতে জামায়াতের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বলা হয়, ফিংড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. আবু সালেকের নেতৃত্বে যোগদানকারীদের মধ্যে আছেন মো. আবুল কালাম, মো. আ. সবুর, মো. হানিফ হোসেন, মো. নূর ইসলাম, মো. উজ্জ্বল হোসেন, মো. সেলিম হোসেন, মো. ইব্রাহিম (বাবু), মো. ইনামুল হক, মো. আব্দুল কালাম, মো. আবু সালেক, মো. হযরত আলী, মো. কুরবান আলী, মো. মোতালেব, মো. রুহুল কুদ্দুস ও মো. আফজাল হোসেন।

এই ঘটনার পর জেলা বিএনপির পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে লিখিত বিবৃতি দেয় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিবৃতিতে বলা হয়, সংবাদে যাদের বিএনপির নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, তারা অতীতে বিভিন্ন সুবিধাভোগী ছিলেন। সম্প্রতি বিএনপিতে প্রবেশের চেষ্টা করলেও স্থানীয় নেতৃত্ব তাদের কোনো গুরুত্ব দেয়নি। ফলে তারা বিকল্প রাজনৈতিক আশ্রয় খুঁজেছেন। অথচ যাচাই-বাছাই ছাড়াই গণমাধ্যমে তাদের বিএনপি নেতা বলা হয়েছে, যা দুঃখজনক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা কোনো সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না।

বিবৃতিতে জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানায় এবং গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সংবাদ প্রচারের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানায়।

অন্যদিকে, জামায়াত নেতাদের ভাষ্য, নতুন যোগদানকারীরা ইসলামী আদর্শে বিশ্বাস স্থাপন করে দলে এসেছেন। স্থানীয় জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান বলেন, ‘মানুষ এখন ইসলামী রাজনীতিতে আস্থা রাখছে। এই যোগদান তারই প্রতিফলন।’

এদিকে, এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির অনেক সমর্থক বলছেন, সংবাদটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছড়ানো হয়েছে। তবে জামায়াতপন্থিদের দাবি, বিএনপির ভেতরে বিভক্তির কারণেই এ ধরনের যোগদান বাড়ছে।

সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও এবারের ঘটনাটি ভিন্নমাত্রা যোগ করেছে। জেলা বিএনপির প্রতিবাদে স্পষ্ট হয়েছে, তারা এই ১৫ জনকে নিজেদের রাজনৈতিক কর্মী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। তবে যোগদানকারীদের আনুষ্ঠানিক ঘোষণা এবং জামায়াতের স্বীকৃতির ফলে ঘটনাটি স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হারলেও যেভাবে ফাইনাল খেলতে পারবে পাকিস্তান

ছেলে ব্যালন ডি’অর না জেতায় ইয়ামালের বাবার ক্ষোভ

বিতর্কে জড়ালেন সাই পল্লবী

কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি : রিজভী

দুর্গাপূজার সাজ / উৎসবে শাড়ি পরা কঠিন মনে হচ্ছে? এই ৫ ধাপে হয়ে উঠুন একদম পারফেক্ট!

বিপিএল : টাকা পরিশোধ না করা ১৮ দলের নাম প্রকাশ করল বিসিবি

ঘরে ঢুকে প্রবাসফেরত নারীকে হত্যা

অন্তঃসত্ত্বা  স্ত্রীকে খেতে দেননি কুমার শানু

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় পাকিস্তান-শ্রীলঙ্কা

৯০ বছর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা

১০

আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

১১

আদালত থেকে পালাল জোড়া খুনের আসামি, তদন্তে কমিটি 

১২

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার ঘটনায় সারজিসের স্ট্যাটাস

১৩

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের পর যা বললেন মেসি

১৫

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

১৬

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর : হামিম

১৭

রাজশাহীতে আজও চলছে বাস ধর্মঘট, বিপাকে দূরপাল্লার যাত্রী

১৮

নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলা, মুখ খুললেন আনসারী

১৯

চট্টগ্রামে প্রতিবেশীর হামলায় দিনমজুর নিহত

২০
X