বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা

বরিশালে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করে ইসি। ছবি : কালবেলা
বরিশালে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করে ইসি। ছবি : কালবেলা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হবে— এমনটাই উন্নয়ন সহযোগীরা প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ইসির সঙ্গে উন্নয়ন সহযোগীদের ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও এর চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ মতবিনিময় সভা হয়। সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অংশ নেন। মতবিনিময় সভা শেষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

সভাশেষে রাষ্ট্রদূতদের বরাতে ইসির অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ বলেন, ভবিষ্যতে একটি সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। নির্বাচন কমিশনের এ অগ্রযাত্রায় তারা শামিল হয়ে পাশাপাশি থেকে কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি মাস নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা দেশে-বিদেশে নির্বাচনটাকে সবার জন্য উন্মুক্ত রেখেছি। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিদেশিদের সংস্থা এবং আমাদের যে বিদেশি বন্ধু রাষ্ট্র রয়েছে, সেসব রাষ্ট্রের সঙ্গে আমরা বিভিন্ন সময় মতবিনিময় করেছি। আমরা আমাদের নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে তাদের জানিয়েছি।

তিনি আরও বলেন, মতবিনিময় সভায় উপস্থিত রাষ্ট্রদূতরা আমাদের আগামী দিনের কী প্রস্তুতি, আগামী দিনের কী চ্যালেঞ্জ আছে নির্বাচনকে সুস্থ করার জন্য, সে বিষয়ে তারা আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে তারা জানতে চেয়েছেন নারী ভোটারদের কীভাবে ভোটে বেশি অংশগ্রহণ করানো যায়। সে বিষয়ে আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা তাদের বলেছি, এ বিষয়ে আমরা বদ্ধপরিকর। তারা আমাদের নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা ভোটার তালিকা করাসহ আমাদের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেছি।

অতিরিক্ত সচিব বলেন, তারা আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে একটা সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেটা তারা প্রত্যাশা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত বাথরুমে মিলল চার বালতি ককটেল

দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখ

ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা, ডজনের বেশি আহত

৪৮ ঘণ্টা আটকে থাকার পর যেভাবে উদ্ধার হলো বিড়াল

ব্যর্থ সাইফের লড়াই, ভারতের দাপটে বাংলাদেশের বড় হার

ভারতের বিরুদ্ধে খেলছে ১৮ কোটি মানুষ: ভিপি সাদিক

ইইউভুক্ত দেশে প্রবেশে নতুন পদ্ধতি অক্টোবর থেকে

ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

৮৭ রানে নেই ৫ উইকেট, দুবাইয়ে হারের পথে বাংলাদেশ

এক লাখ মানুষের ছানির চিকিৎসা দেবে পিকেএসএফ-অরবিস

১০

লেক পুনঃখনন ও সবুজায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান

১১

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তৈরি হতো ভুয়া রিপোর্ট, অতঃপর...

১২

এসপি ও তথ্য কর্মকর্তার বৈঠকে চাঁদাবাজি মামলার আসামি

১৩

মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালাল ২৭ রোগী

১৪

রাজশাহীর আ.লীগ নেতা ডাবলু ও সন্ত্রাসী রুবেলের বিচার শুরু, ঢাকায় স্থানান্তর

১৫

ভ্যাপসা গরম নিয়ে ‘দুঃসংবাদ’

১৬

সাতক্ষীরায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তরুণ উদ্ভাবকদের উদ্যোগ

১৭

সুদিন ফিরেছে পাট চাষে, ভালো দামে খুশি চাষিরা

১৮

চট্টগ্রামে সংবাদপত্র হকারদের মিলনমেলা

১৯

বাংলাদেশের সাথে ঠিকই হাত মেলাল ভারত

২০
X