বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শিগগির আমাদের প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফুল গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমি কুশিয়ারা পাড়ের সন্তান। এ এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিতে প্রেরণা জোগাচ্ছে।
বিএনপি নেতা মজির উদ্দিন মরাইয়ের সভাপতিত্বে ও লাউতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহতাব উদ্দিন রুবেল ও লাউতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
উঠান বৈঠকে উপজেলা, লাউতা ইউনিয়ন ও নন্দিরপুল এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন