নওগাঁ মান্দায় রাজশাহী নওগাঁ মহাসড়কের বিজয়পুর মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে রকি (২৫) ও রবিউল (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে আসা মোটরসাইকেল বিজয়পুর মোড়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন আহতকে মান্দা থানার ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেন মান্দা উপজেলার হাজিরহাট ভবানিপুর উপজেলা লালপুরের লিটনের ছেলে রকি এবং অপর জন হলেন বগুড়ার দুপচাঁচিয়া গ্রামের মুসার ছেলে রবিউল ইসলাম।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, রাজশাহী থেকে মোটরসাইকেলে দ্রুত গতিতে নওগাঁর দিকে যাওয়ার সময় বিজয়পুর মোড়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন