বরগুনায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক লীগের দুটি পক্ষ পাল্টপাল্টি কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শ্রমিক লীগের সভাপতি দাবি করা আব্বাস হোসেন মন্টু মোল্লার নেতৃত্বে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং আহ্বায়ক দাবি করা আবদুল হালিম মোল্লার নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মাঠে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আব্বাস হোসেন মন্টু মোল্লা নিজেকে জেলা শ্রমিক লীগের সভাপতি দাবি করে কালবেলাকে বলেন, ‘হালিম কোথা থেকে কী করে তা আমার জানা নেই। বরগুনা জেলা শ্রমিক লীগকে দুর্বল করার জন্যই স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা হয়তো এটা করছে। তবে জেলা আওয়ামী লীগ আমাদের সমর্থন করে। কেন্দ্রীয় কমিটিকেও আমরা জানিয়েছি তারা আমাদের দুই গ্রুপকেই সমর্থন করে।’
আহ্বায়ক দাবি করা আবদুল হালিম মোল্লা কালববেলাকে বলেন, ‘মন্টু ভাই এগুলো করতে চান। গত সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সমর্থক ছিলাম এবং বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরোধিতা করেছি। তাই তিনি এমনটা করছেন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের কমিটিকেও তিনি (সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) অবাঞ্ছিত ঘোষণা করেছেন। বিভিন্ন কারণে সম্মেলন দেওয়া হয়নি। আগামী সংসদ নির্বাচনের পরে সম্মেলন করা হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
মন্তব্য করুন