বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:১০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সরকার পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অন্য কোনো প্রক্রিয়ায় নয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুরের বিরলে সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরলে সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে এবং সরকারের অধীনেই হবে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরলে ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দায়িত্ব পালন করবে। সরকার পরিবর্তন হবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়ায় নয়। এই বাংলাদেশে আর কখনো ওয়ান ইলেভেন আসবে না। এই বাংলাদেশে আর খুনি জিয়াউর রহমান কখনো সৃষ্টি হবে না। এই বাংলাদেশে আর কোনো মার্শাল ল’ জারি হবে না। এই বাংলাদেশ চলবে জনগণের কথায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, সেভাবেই চলবে বাংলাদেশ। কারও কথা বা চাপে নয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুই বছর করোনা গেছে। এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। সব মিলে আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি। এর মধ্যে বিদেশি বেনিয়ারা বাংলাদেশের দিকে নজর দিয়েছে। কীভাবে এই বাংলাদেশের অগ্রযাত্রাকে টেনে ধরা যায়। কীভাবে দেশরত্ম শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এই ষড়যন্ত্রের মূল জোগানদাতা হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধীরা। বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে। তখন বাংলাদেশের বিজয় কেউ কেড়ে নিতে পারে না। ৭১ সালের ইতিহাস সেটাই বলে। আমরা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। এরপর স্বাধীনতাবিরোধীরা ৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে অন্ধাকারে ঠেলে দিয়েছিল। বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে নাই। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের আলোর দিশারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে আলো দেখিয়েছেন। আজকের দিনে আপনাদের আমি আহ্বান জানাই, আপনারা যে সংকল্প নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আছেন, সেই সংকল্প নিয়ে আপনারা থাকবেন। শেখ হাসিনা এই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনাই এই বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। যেই স্বপ্ন দেখেছিলেন ৩০ লাখ শহীদ, যেই স্বপ্ন দেখে ছিলেন মহান নেতা শেখ মুজিব, তাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করে তাদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাব।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস পারভীন ও বিরল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করলেন বড় ভাই

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

১০

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

১১

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১২

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

১৩

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

১৪

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

১৫

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১৬

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১৭

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

১৮

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

১৯

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

২০
X