নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নওগাঁ সদর মডেল থানা। ছবি : কালবেলা
নওগাঁ সদর মডেল থানা। ছবি : কালবেলা

নওগাঁয় বিএনপির ২৪ জনের নামোল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় হিসেবে দুই শতাধিকজনকে আসামি করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে বিএনপির ওইসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান মামলা ও আটকের সত্যতা কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) রাতে আব্দুল গফুর রাসেল নামের এক ব্যক্তি নওগাঁ সদর থানায় মামলাটি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল গফুর নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন।

ওসি ফয়সাল বিন আহসান বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় তাজ সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণ ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় তিন ব্যক্তি আহত হয়েছেন। গতরাত রাত ১২টার পর ওই ঘটনায় আব্দুল গফুর নামে এক ব্যক্তি বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নতুন এই মামলায় সংযুক্তি দেখিয়ে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গতকাল রাতে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে শহরের মুক্তির মোড়ে শান্তি সমাবেশ সফল করার উদ্দেশে নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে শহরের তাজের মোড় এলাকায় তাজ সিনেমা হলের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিন নিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন রোমিও, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার  

রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি

মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

আইপিএলের পর দ্বিতীয় সেরা হতে চায় যে টি-টোয়েন্টি লিগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : আইন উপদেষ্টা

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

১০

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়

১১

বেড়েছে পদ্মার পানি, ডুবেছে ৩১ গ্রাম

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নজর রাখছে জার্মান সংস্থা

১৩

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৪

ঝগড়া থামাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

১৫

মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেপ্তার

১৬

কোন কোন শর্ত মেনে ছেলেদের চীনাবাদাম খাওয়া উচিত

১৭

যাবজ্জীবন দণ্ড ভোগ করে মুক্তির পর দোকান পেলেন দুলাল

১৮

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

১৯

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

২০
X