সিলেটে গত ১২ দিনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৩৮৬ জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬৬০-৮১২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১০ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নাশকতা ও সহিংসতার অভিযোগে এসব মামলা করা হয়। এ সময়ে সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজবাহার আলী শেখ আরও বলেন, এই সময়ে হরতাল ও অবরোধ চলাকালে সিলেট মহানগর এলাকায় ৩টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৭টি গাড়ি ভাঙচুর করা হয়। গ্রেপ্তারদের ২১ জন এজাহারভুক্ত আসামি ও ২৯ জন অজ্ঞাতনামা।
এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
এরপর শুক্রবার (৩ নভেম্বর) ও শনিবার (৪ নভেম্বর) বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। পরে এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর ফের অবরোধ দেওয়া হয়। এর পর আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (১১ নভেম্বর) বিরতি দিয়ে রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) আবার অবরোধের ডাক দিয়েছে দলটি।
মন্তব্য করুন