দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাতের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মির্জা আজমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম মওলা সোহেলসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
মন্তব্য করুন