নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

শীত এলেই দিগন্তজোড়া সবুজ, বর্ষার মিনি কক্সবাজার: হালতি বিল

হালতি বিল। ছবিঃ সংগৃহীত
হালতি বিল। ছবিঃ সংগৃহীত

বর্ষায় মিনি কক্সবাজার। যে দিকে চোখ যায় অথৈ জলরাশি। পানির ঢেউ ভেঙে ভেঙে বাহারি রঙের শ্যালো চালিত নৌকার চলাচল। তবে শীত আসার সঙ্গে সঙ্গেই বদলে যায় এই দৃশ্যপট। তখন সেই অথৈ জলরাশির জায়গায় দেখা মেলে দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত, যা কিছু দিন পরেই সোনালি রঙে ভরে ওঠে। বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শিষ। প্রকৃতির এমন অপরূপ দৃশ্যের দেখা মিলবে নাটোরের হালতি বিলে। জেলা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে নলডাঙ্গা উপজেলার একপ্রান্তে প্রায় ৪০ হাজার একরের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই বিলের অবস্থান। ব্রিটিশ সরকারের সময়ে এই বিলে ঝাঁকে ঝাঁকে বিরল প্রজাতির ‘হালতি’ পাখি বসত বলেই এর নামকরণ করা হয়েছিল হালতি বিল। তখন ব্রিটিশ সরকারের লোকজন এই বিলে আসতেন হালতি পাখি শিকার করতে। হালতি দেশের সবচেয়ে গভীর বিলও।

প্রায় ১২ মিটার গভীর এই বিলে প্রায় সারা বছরই পানি থাকে। বর্ষায় পানির পরিমাণ বেড়ে যায় অনেক বেশি। শুকনো মৌসুমে বিলের আয়তন কমে গেলেও তা প্রাণ ফিরে পায় বর্ষায়।

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশায় ২৫ থেকে ৩০ টাকা ভাড়া দিয়ে হালতি বিলের প্রবেশপথ পাটুলঘাটে পৌঁছানো যায়। এ ছাড়া নলডাঙ্গা উপজেলা সদর থেকে ১৫ থেকে ২০ টাকা ভাড়া দিয়ে ভ্যান, অটোরিকশায় পাটুলঘাটে যাওয়া যায়। এই ঘাটে বাঁধা থাকে সারি সারি নৌকা। ঘণ্টা হিসাবে চুক্তি করে নৌকায় চেপে হালতি বিলে ঘুরে বেড়ানো যায়। তবে নৌকায় ওঠার আগে জেনে নেওয়া ভালো, নৌকায় প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী আছে কি না। খাবারের জন্য পাটুলঘাটে আছে কিছু হোটেল।

স্থানীয়রা জানান, হালতি বিলে সারা বছর পর্যটক এলেও বর্ষায় সবচেয়ে বেশি আসেন। বর্ষায় প্রতিদিন দুপুরের পর থেকেই আসতে থাকেন দর্শনার্থীরা। ফলে স্থানীয় বাজার এলাকায় ব্যবসায়ীদের বেচাকেনা বেড়ে যায়। এই মৌসুমটায় অনেক বেকারও কাজের সন্ধান পান। এই বিলের অন্যতম আকর্ষণ হলো পাটুল ঘাট থেকে হালতি বিলের মাঝ দিয়ে খাজুরা পর্যন্ত নির্মিত সড়ক। এই সড়কের বড় বৈশিষ্ট্য হলো শুকনো মৌসুমে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করলেও বর্ষায় সড়কটি ডুবে যায়। তবে যাতায়াতের জন্য সব সময় থাকে সাধারণ ও শ্যালো চালিত নৌকা।

বিলের পশ্চিম দিকে মাধনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত রেললাইনজুড়ে লাখো পর্যটকের উপচে পরা ভিড় জমে। মাধনগর ও পাটুল থেকে প্রতিদিন যতদূরে যাওয়া যায় রাস্তা দিয়ে হেঁটে চলেন দর্শনার্থীরা। কেউ কেউ দল বেঁধে, আবার অনেকে পরিবার নিয়ে নৌকায় চেপে ভেসে চলেন বিলের মধ্যে। বিলের সৌন্দর্য উপভোগ করতে নাটোর ছাড়াও অন্যান্য জেলা থেকেও আসেন দর্শনার্থীরা।

তবে শুকনো মৌসুমে হালতি বিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সারা বিলজুড়ে থাকে সবুজ ধানক্ষেত। এর কয়েক দিন পরই তা সোনালি রঙে ভরে ওঠে। বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শিষ। চাহিদার চেয়েও অনেক বেশি ধান উৎপাদন হয় এই বিলে। ডুবন্ত সড়কটি জেগে ওঠে, যানবাহনের ছুটাছুটিতে সড়কটি হয়ে ওঠে ওই এলাকার প্রাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১০

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১১

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১২

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৩

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৪

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৫

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৬

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৭

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৮

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৯

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

২০
X