যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই। কারও জমি দখল করিনি। কোনো দোকানপাট দখল করিনি। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের জোয়ার বয়ে এনেছি। কারও আমানতের খেয়ানত করিনি। নৌকার বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত।
শুক্রবার (২২ ডিসেম্বর) টঙ্গীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের উদ্দেশে জুমার নামাজের আগে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের মানুষের কথা বলতেন। তিনি উন্নয়নে বিশ্বাসী ছিলেন। তিনি শহীদ হওয়ার পর আমি বাবার আদর্শকে বুকে ধারণ করে আপনাদের পাশে থেকে সকল সুখ দুঃখের সঙ্গী হয়েছি। আমার বিশ্বাস আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আরও বেশি কাজ করার সুযোগ দিবেন।
জুমার পর গণসংযোগে গিয়ে বাবসায়ীয়ের কাছে নৌকার পক্ষে ভোট চান জাহিদ আহসান রাসেল।
মন্তব্য করুন