রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের গর্ত ভরাটের সক্ষমতাও নেই ভোট বর্জনকারীদের : তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ায় নির্বাচনী গণসংযোগকালে পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় নির্বাচনী গণসংযোগকালে পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

তথ‍্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. হাছান মাহমুদ বলেছেন, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বড় বড় সড়ক হয়েছে। যারা ভোট বর্জনের কথা বলে তারা আমাদের করা সড়কের গর্তও ভরাট করতে পারবে না। যারা ভোট বানচাল করতে চায়, যারা গাড়িতে-ট্রেনে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের সাধারণ মানুষ বর্জন করেছে। সাধারণ মানুষের কাছে যাওয়ার মুখ তাদের আর নেই। আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে ভোট বর্জনকারী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) আসনে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে হাজার হাজার মানুষ ভাতা পাচ্ছে। ভাতা দেওয়ার ক্ষেত্রে আমরা কে কোন দল করে তা কখনো দেখিনি। দল বিবেচনায় কাউকে কখনো ভাতা দেওয়া হয়নি। তাই আগামী ৭ তারিখের ভোটেও আপনারা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেবেন এই প্রত্যাশা করি।

এ সময় তিনি উপজেলার হাজারীহাট, মধ‍্য পারুয়া, কাটাখালী, উত্তর পারুয়া, রাজার হাট, ধামাইর হাট, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ‍্যালয় সংলগ্ন সড়ক প্রাঙ্গণ, আলম শাহ পাড়া, মোগলের হাটসহ অন্তত ছয়টি ইউনিয়নে বিভিন্ন পথসভা ও ধর্মীয় অনুষ্ঠানে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব‍্য দেন।

বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন এবং দলের উচ্চপদ দিয়েছেন। এরপরও আমি প্রতি সপ্তাহে চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ায় আসি। অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররাও এলাকায় থাকেন না। গত ১৫ বছর ধরে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাঙ্গুনিয়ার সব মানুষের জন‍্য আমার দুয়ার খোলা রেখেছি, দলমত নির্বিশেষে সবার খেদমত করেছি, সবার পাশে থাকার চেষ্টা করেছি। কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি তা কখনো দেখিনি। এখন আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আপনারা আমার জন‍্য আপনাদের দুয়ারটা খোলা রাখবেন। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস‍্য নির্বাচিত করার আহ্বান জানান।

তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা স্বজন তালুকদার, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, বেদারুল আলম চৌধুরী বেদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, আহমদ ছৈয়দ তালুকদার, রফিকুল ইসলাম তালুকদার, দানু মিয়া, মো. নূর উল্লাহ, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

১০

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

১১

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

১৩

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১৪

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

১৫

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

১৬

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

১৭

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

১৮

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

১৯

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

২০
X