অসুস্থতার কারণে ক্লাসে অনুপস্থিত থাকায় ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে শিক্ষিকা।
শনিবার (২৩ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ পৌর সদরের পাটবাজার এলাকায় আন-নূর মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়ে ইসরাত জাহান শারমিন ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে অসুস্থতার জন্য একদিন মাদ্রাসায় যেতে পারেনি। যার জন্য মাদ্রাসার শিক্ষিকা মোছা. মাকসুদা বেগম ওরফে হাছিনা বেগম (৪৫) তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় শিক্ষার্থীর কান্নার আওয়াজ শুনে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা প্রতিবাদ করলে পিটুনি থামিয়ে দেয় শিক্ষিকা হাসিনা বেগম।
বাড়িতে আসার পর ওই ছাত্রী অসুস্থতা বোধ করলে রোববার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পিতা আতাউর রহমান। সেখানে চিকিৎসা শেষে শিক্ষার্থীর বাবা আতাউর রহমান বাদী হয়ে ওই শিক্ষিকাকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আতাউর রহমান বলেন, আমার মেয়ের মতো যাতে আর কোনো শিক্ষার্থীর সাথে এমন আচরণ না হয় তাই আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এমন অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসায় গিয়ে শিক্ষিকা হাছিনা বেগমকে না পেলে এ বিষয়ে তার স্বামী মাদ্রাসার পরিচালক মো. শহিদুল্লাহর কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেরেছে তো বেশ করেছে, আপনাদের যা ইচ্ছা করেন। দেখি আপনারা কী করতে পারেন।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, আমি জেলাতে একটা মিটিংয়ে আছি। এ বিষয়ে যদি থানায় অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন