আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত ও উন্নয়নের ধারাকে অব্যাহত করার লক্ষ্যে ভোট চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।
হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হান্নান, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকারের বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
মন্তব্য করুন