রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় নৌকা প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল

ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন প্যানেল মেয়র হাবিব। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট
ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন প্যানেল মেয়র হাবিব। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট

নির্বাচন কমিশনের আচরণবিধির তোয়াক্কা না করেই করেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টাকা বিতরণের ওই ভিডিওটি শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পরে ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী তিন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ৩ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, লাইনে দাঁড় করিয়ে আওয়ামী লীগ মনোনীত বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটারদের হাতে টাকা গুঁজে দিচ্ছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য, আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আমতলীতে নৌকা প্রতীকের পথসভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ডের কাউসন্সিলর হাবিবের বাসায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে বসেই টাকা বিতরণ করছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবীব।

ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়টি অনায়াসে মোবাইল ফোনে স্বীকার করেছেন প্যানেল মেয়র হাবিব। প্রথমে নিজ উদ্যোগে তার নির্বাচনী ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার কথা বললেও পরে তিনি পথসভায় আসা লোকজনকে জনপ্রতি ১০০ টাকা করে দেওয়ার কথা স্বীকার করেন। ভোটের আগে কোনো প্রার্থীর পক্ষে সাহায্য সহযোগিতা করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন তিনি।

বরগুনা-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ভোটের আগে একজন প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা এটা আসলেই দুঃখজনক। এমনটা আমরা আশা করিনি।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম মোবাইল ফোনে কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা বিতরণের ভিডিওটি আমিও দেখেছি । যদি কেউ এই ঘটনার বিষয়ে অভিযোগ করে তাহলে তদন্তসাপেক্ষে যাথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

১০

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

১১

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

১২

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

১৩

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

১৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

১৬

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

১৭

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

১৮

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

১৯

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

২০
X