ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানি ও স্থানীয় বাসিন্দারা জানান।
জানা গেছে, সোমবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে বাকচান্দা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে দুলাল মিয়া নামের এক ব্যক্তির জুতার দোকান ও একটি বেকারি এবং নজরুল মিয়া নামের অপর ব্যক্তির একটি হোমিও ফার্মেসি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
স্থানীয়দের ধারণা, কয়েলের আগুন বা বিদ্যুতের শর্টসার্কিট থেকেও এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত পাওয়া যায়নি। তিনটি দোকানই হাফ বিল্ডিং ঘর ছিল। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।’
মন্তব্য করুন