নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-মাউলি গ্রামের ওলিয়ার রহমান মোল্যা নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওলিয়ার রহমান মোল্যা (৭০) নামে এক বৃদ্ধকে প্রতিপক্ষের লোকেরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বলে জানা যায়। নিহত ওলিয়ার রহমান মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-মাওলি গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্বজনরা জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওলিয়ার মোল্যা তার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশে বিলের দিকে রওনা হন। এ সময় বাড়ির পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের ২০-২২ জনের একদল দুর্বৃত্ত ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এ সময় নিহতের স্ত্রী আসমা বেগমসহ স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনা জানার পরে দ্রুত পুলিশ ওই এলাকায় যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের টিম কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন