শেরপুরে আন্তঃজেলা ডাকাত দল ‘মস্কো বাহিনী’র প্রধান মস্কো ওরফে চোরা মস্কোকে আটক করেছে গ্রামবাসী। পরে স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এ সময় চুরি করা একটি গরু উদ্ধার করা হয়। শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া উত্তরপাড়া হতে একটি গরুসহ মস্কোকে আটক করে স্থানীয়রা। সে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত শহর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মস্কো যোগিনীমুড়া উত্তরপাড়ার সূতারবাড়ি, জাহাঙ্গীর মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে চুরির জন্য হানা দেয়। কিন্তু সে চুরি করতে ব্যর্থ হয়। স্থানীয়রা টের পেয়ে তাকে ধাওয়া দিলে উত্তরপাড়ার মৃত ইফাজ উদ্দিনের ছেলে ও মস্কোর খালাতো ভাই এমদাদ ওরফে এনদাল মিয়ার ঘরে সে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা এনদালের ঘর থেকে তাকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি গরু উদ্ধার করা হয়।
রামকৃষ্ণপুর, যোগিনীমুড়া, মোবারকপুর, কালীগঞ্জ ও জেলখানা মোড়ের একাধিক লোকজন জানায়, প্রায় ৪০ বছর যাবত মস্কো ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত। বহুবার পুলিশের হাতে ধরা পড়লেও অভ্যাস ছাড়েনি। নব্বই দশকের গোড়ার দিকে ‘মস্কো বাহিনী’ গড়ে তুলেন তিনি।
সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্কোকে আটক করে এবং চুরির গরুটিও জব্দ করে থানায় আনা হয়েছে। আর মামলা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন