অবশেষে স্কুলছাত্রী যৌন হয়রানির ঘটনায় মামলা নেওয়ার পর অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এর আগে দৈনিক কালবেলায় শুক্রবার (১২ জানুয়ারি) ‘বখাটের উৎপাতে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ’ শিরোনামে খবর প্রকাশের পর স্থানীয় থানায় এ মামলা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, এ ঘটনায় মামুন শেখ (২৩) নামে এক বখাটেকে রোববার (১৪ জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মামুন শেখ উপজেলার শিবপুর ইউনিয়নের বড় খোদাপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মামুন ও মিন্টু শেখ (২৭) নামে দুই বখাটে প্রতিবেশী এক মেয়েকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের যাতায়াতের সময় বিভিন্ন কটু কথা বলত এবং ভয়-ভীতি দেখাত। মেয়েটির বাবা বিষয়টি মামুন ও মিন্টুর পরিবারকে জানালে উল্টো তারা ক্ষিপ্ত হয় এবং হুমকি-ধমকি প্রদর্শন করে। একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর সকালে সর্দার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ওই দুজন মেয়েটির পিছু নেয় এবং বিভিন্ন কটু কথা বলে। এতে মেয়েটি ভয়ে বাড়িতে না গিয়ে ওই এলাকায় অবস্থিত ফুফুর বাড়িতে আশ্রয় নেয়।
পরে বিকালে সেখান থেকে নিজ বাড়িতে আসার পথে ওৎঁপেতে থাকা ওই দুই বখাটে মেয়েটির পথরোধ করে টানাহেঁচড়া করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় নিরাপত্তাহীনতার শঙ্কায় মেয়ের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় পরিবার।
মন্তব্য করুন