চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পর্শে মুক্তা আক্তার (১০) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের চুনিমাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই বাড়ির প্রবাসী মো. শাহীন হোসেনের মেয়ে। মুক্তা স্থানীয় আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, শুক্রবার বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল মুক্তা। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে মাটিতে পড়ে যায়। মুক্তার প্রাইভেট শিক্ষক ওমর ফারুক আদর বলেন, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মায়ানী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পর্শে একটি মেয়ে মারা যাওয়ার খবর শুনে ওই বাড়িতে ছুটে যাই। বাড়ি থেকে ৫০০ গজ দূরত্বের একটি দোকানে নিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন থেকে শক হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, মায়ানীতে বিদ্যুৎস্পর্শে মারা যাওয়ার বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজখবর নিয়ে দেখছি।
মন্তব্য করুন