উপজেলায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশের জন্য ভালো হবে। জনগণের চাহিদা বলেই জনগণের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২৭ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন যখন আগে হতো তখন বিএনপি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেয়নি। তখন কি তাদের নৈতিক পরাজয় হয়েছিল? তবু আমি একটা কথা বলতে চাই যে, জনগণ যেভাবে অভ্যস্থ সেভাবেই নির্বাচন করাটা আমার মনে হয় সঠিক।
তিনি বলেন, এর আগে নৌকা প্রতীকে নির্বাচন হয়েছে এবং আমার মনে হয় ভবিষ্যতে এই প্রতীক নিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে।
মন্তব্য করুন