গাজীপুরের কালিয়াকৈরে তুলা ও জৈবসারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর বাজারে রাত ৮টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
কারখানার মালিক সেলিম সরকার জানান, ধারণা করা যাচ্ছে সবকিছু মিলে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে হয়নি। মনে হচ্ছে কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে। আমরা ফায়ার সার্ভিসে এ বিষয়ে আবেদন করব।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কেউ বলছেন, ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, আবার মালিকপক্ষ বলছেন কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। যদি ওনারা আবেদন করেন সে ক্ষেত্রে তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কত টাকা ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাবে।
মন্তব্য করুন