চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এক যুগের বেশি সময় ধরে এক্সরে মেশিন অচল

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ডানে), এক্সরে কক্ষ (বাঁয়ে)। ছবি : কালবেলা
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ডানে), এক্সরে কক্ষ (বাঁয়ে)। ছবি : কালবেলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সরে মেশিনটি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে লাভবান হচ্ছে স্থানীয় প্রাইভেট ক্লিনিক মালিকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিরিরবন্দর উপজেলায় হাসপাতালটি স্থাপনের পরেই একটি এক্সরে মেশিন স্থাপন করা হয়। এক্সরে মেশিন এলেও দীর্ঘদিন মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় তা চালু করা সম্ভব হয়নি। আবার ২০০৬-০৭ সালের দিকে একজন মেডিকেল টেকনোলজিস্ট দেওয়া হলেও, কিছুদিন রোগীদের এক্সরে সেবা দেওয়ার পরে অচল হয়ে যায় মেশিনটি। এর কিছুদিন পরে সেই টেকনোলজিস্টকে অন্য হাসপাতালে বদলি করা হয়। তারপর থেকে এক্সরে মেশিনটি অচল হয়ে পড়ে আছে।

সর্বশেষ গত ৬ মাস আগে একজন টেকনোলজিস্ট জয়েন করলেও এক্সরে মেশিনটি সচল না থাকায় সেবা পাচ্ছেন না ভুক্তভোগী রোগীরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নীল কান্ত রায় বলেন, চিরিরবন্দর সরকারি হাসপাতালে গিয়েছিলাম বুকের এক্সরে করাতে। ডাক্তার কাগজ ধরিয়ে দিয়ে বলেন হাসপাতালের মেশিন নষ্ট, বাইরের ক্লিনিক থেকে রিপোর্ট করে আনতে। পরে বাইরের ক্লিনিক থেকে ৫০০ টাকা দিয়ে করালাম। তাহলে সরকারি হাসপাতাল থেকে লাভ কী, যদি মেশিন ঠিক না থাকে।

চিকিৎসা নিতে আসা মরিয়ম নেছা বলেন, সরকারি হাসপাতালে গেছিলাম হাতের ব্যথা নিয়ে। ডাক্তার বলে পরীক্ষা করাতে। কিন্তু ডাক্তার কয় হাসপাতালের মেশিন নষ্ট, বাইরে ক্লিনিকে যান পরীক্ষা করাতে। কয়েক মাস আগে আরেকবার হাতের ব্যথা নিয়ে হাসপাতালে আইছিলাম। তখনও শুনছি মেশিন নষ্ট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফিক) নাজিবুল্লাহ বলেন, আমি ৬ মাস আগে এখানে জয়েন করেছি। শুনেছি আমি জয়েন করার আরও কয়েক বছর আগ থেকে এ এক্সরে মেশিনটি অচল অবস্থায় পড়ে আছে। আমি এসে প্রাথমিকভাবে ঠিক করার চেষ্টা করেছিলাম কিন্তু দীর্ঘদিন থেকে পড়ে থাকায় এটি সচল করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ভিসি পাল বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় এক্সরে মেশিনটি অচল হয়ে পড়ে রয়েছে। হাসপাতালের ইনডোর আউটডোর মিলে গড়ে প্রায় প্রতিদিনে দিনে ১৫ থেকে ২০ জন রোগীর এক্সরে করার প্রয়োজন হয়। এক্সরে মেশিনটি নষ্ট থাকায় ইমার্জেন্সিভাবে এক্সরে করা সম্ভব হয় না। বাইরে ক্লিনিক থেকে রোগীদের এক্সরে করে রিপোর্ট আনতে বলা হয়।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসনাত রবিন বলেন, হাসপাতালের এক্সরে মেশিনটি ১০ থেকে ১২ বছরের মতো অচল অবস্থায় পড়ে আছে। আমি জয়েন করার পরে এক্সরে মেশিনটি সচল করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের (নিমিউ অ্যান্ড টিসিতে) চিঠি পাঠিয়েছি। কিন্তু কাজ হয়নি। ৭ ফেব্রুয়ারিতে মন্ত্রণালয় থেকে এক্সরে মেশিনটি মেরামতের চিঠি পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় : ফজলুল হক

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

মুক্তির পথে তারাগঞ্জ যাতায়াতে হাজারো মানুষের ভোগান্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

১০

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

১১

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

১২

খুবি শিক্ষার্থী নোমানের সনদ বাতিল

১৩

খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন

১৪

ভারতে গেলেন সন্তু লারমা

১৫

বিরল সাপের কামড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

১৬

রহস্যের জট খোলেনি সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের

১৭

ছাত্রদল নেতার হাতে জিম্মি মহাসড়ক

১৮

ছবি পাল্টে বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ছোট ভাই

১৯

ফুল-ফসলের বিষে কমছে ফুলটুনি

২০
X