দেশ ও জনগণের স্বার্থে সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপি ঘোষিত উপজেলা পর্যায়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, গত ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচন করে আওয়ামী লীগ এই দেশে পুনরায় বাকশাল কায়েম করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। এ জন্য তো আমরা দেশকে স্বাধীন করি নাই। সরকারদলীয় সিন্ডিকেটের জন্য সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য জনগণের হাতের নাগালের বাইরে চলে গেছে। নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলোতে নীরব দুর্ভিক্ষ চলছে। সরকার তার নেতাকর্মীদের দিয়ে চাঁদাবাজিকে সংস্কৃতিতে পরিণত করেছে। এই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। এই ডামি সংসদকে ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত এই লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃত্ব দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। স্থানীয় ঘোড়দৌড় বাজারে লৌহজং উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত সভার পরে নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে আরও অংশ নেন মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম গাউস সিদ্দিকী, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার তালুকদার, হলদীয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদল হোসেন হাওলাদার, বেজগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম, ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা লুৎফর রহমান পাভেল, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমরু ফারুক রাসেল, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, লৌহজং শ্রমিক দলের সভাপতি আওলাদ খান, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সায়েদ আহমেদ অসীন, সদস্য সচিব রানা হোসেন রনি, গাঁওদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদ তালুকদার, খিদিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অভি শেখ প্রমুখ।
মন্তব্য করুন