কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ের বড়ইছড়ি সদর সড়কের পাশে মরা গাছ। ছবি : কালবেলা
কাপ্তাইয়ের বড়ইছড়ি সদর সড়কের পাশে মরা গাছ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে সড়কের পাশে দাঁড়িয়ে আছে কয়েকটি মরা গাছ। এসবের ছোট ছোট ডালপালা ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ছে। হঠাৎ পুরো গাছ পড়ে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, দ্রুত গাছগুলো অপসারণ না করা হলে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বা ভারি বৃষ্টিতে তা ভেঙে পড়তে পারে। এতে যানবাহনসহ পথচারীদের প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।

সড়কটিতে সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়ইছড়ি সদর এলাকার কর্ণফুলী কলেজের যাত্রীছাউনির পাশের সড়কে একটি গাছ মরে গেছে। এটি শুকিয়ে এর ছাল খসে পড়ছে। যেকোনো সময় ঝোড়ো বাতাসে গাছটির ডাল ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

কাপ্তাই সড়কের বিভিন্ন অংশে এ ধরনের আরও কিছু গাছ দেখা গেছে। গাছগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন সড়কটিতে চলাচলকারী পথচারী ও গাড়িচালকরা।

সড়কটিতে চলাচলকারী গাড়িচালক মো. ওসমান মিয়া, রহমান আলী, সুনীল দাশসহ একাধিক চালক জানান, সড়কের বেশ কয়েকটি গাছ মরে গিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে যেকোনো সময় ঝোড়ো বাতাসে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটবে। যখন ঝড়, বৃষ্টি শুরু হয় তখন অনেকটা আতঙ্ক নিয়ে সড়কটিতে গাড়ি চালাতে হয়। এর আগেও বেশ কয়েক বার এই সড়কে গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েকটি দুর্ঘটনাও ঘটেছিল।

স্থানীয় বাসিন্দা সুমন চৌধুরী, নিশান বড়ুয়াসহ একাধিক ব্যক্তি জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন অনেক মানুষ কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যাওয়াসহ বড়ইছড়ি বাজারে যাতায়াত করেন। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অতি দ্রুত রাস্তার পাশের মরা গাছগুলো অপসারণ করা হোক। তা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আসন্ন বর্ষার আগে মরা গাছগুলো অপসারণে আমরা বন বিভাগসহ স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।

এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে অনুমতি পেলে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণ করা হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন বলেন, ‘সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী রোডম্যাপ জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

১০

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

১১

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

১২

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১৪

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১৫

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৬

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১৭

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১৮

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১৯

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

২০
X