বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ওষুধের পাইকারি মার্কেটে আগুন

বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন। ছবি : কালবেলা
বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন। ছবি : কালবেলা

বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের উত্তাপ ও ধোঁয়ায় ১০ জন অসুস্থ হয়ে পড়েন।

উত্তরাঞ্চলের ওষুধের পাইকারি মার্কেট হিসেবে পরিচিত এই মার্কেটের ৬ষ্ঠ তলায় ৩২টি দোকান ওষুধের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ওষুধসহ সরঞ্জাম পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

তারা জানায়, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত। ৬ষ্ঠ তলায় অভি মেডিকেল হলের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ীরা তাৎক্ষণিক তা নেভানোর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণের পর বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বগুড়া শহরের ৪টি ইউনিট ছাড়াও পার্শ্ববর্তী চার উপজেলা থেকে আরও ৪টি ইউনিট আগুন নেভাতে সহায়তা করে। ৮তলা ওই মার্কেটের ওপর তলায় ১০ জন লোক আটকা পড়েছিলেন। আগুনের উত্তাপ ও ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

তিনি জানান, আগুনে একটি সম্পূর্ণ এবং পাশের দুটি আংশিক অংশ ছাড়াও আশপাশের ২০টি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়। তাই আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তদন্ত করা হবে।

অভি মেডিকেল হলের সত্ত্বাধিকারি সাইদুল ইসলাম জানান, তার গুদামে থাকা প্রায় ৪০ লাখ টাকার ওষুধ সম্পূর্ণ পুড়ে গেছে।

ওই মার্কেটের অপর ব্যবসায়ী মতিউর রহমান জানান, আগুনের পাশাপাশি ফায়ার সার্ভিসের পানিতে অধিকাংশ দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিএম ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তা করার বিষয়টিও বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১০

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১১

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১২

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৩

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৪

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১৫

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১৬

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১৭

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৮

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৯

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

২০
X