বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ওষুধের পাইকারি মার্কেটে আগুন

বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন। ছবি : কালবেলা
বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন। ছবি : কালবেলা

বগুড়া শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের উত্তাপ ও ধোঁয়ায় ১০ জন অসুস্থ হয়ে পড়েন।

উত্তরাঞ্চলের ওষুধের পাইকারি মার্কেট হিসেবে পরিচিত এই মার্কেটের ৬ষ্ঠ তলায় ৩২টি দোকান ওষুধের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ওষুধসহ সরঞ্জাম পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

তারা জানায়, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত। ৬ষ্ঠ তলায় অভি মেডিকেল হলের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ীরা তাৎক্ষণিক তা নেভানোর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণের পর বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বগুড়া শহরের ৪টি ইউনিট ছাড়াও পার্শ্ববর্তী চার উপজেলা থেকে আরও ৪টি ইউনিট আগুন নেভাতে সহায়তা করে। ৮তলা ওই মার্কেটের ওপর তলায় ১০ জন লোক আটকা পড়েছিলেন। আগুনের উত্তাপ ও ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

তিনি জানান, আগুনে একটি সম্পূর্ণ এবং পাশের দুটি আংশিক অংশ ছাড়াও আশপাশের ২০টি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়। তাই আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তদন্ত করা হবে।

অভি মেডিকেল হলের সত্ত্বাধিকারি সাইদুল ইসলাম জানান, তার গুদামে থাকা প্রায় ৪০ লাখ টাকার ওষুধ সম্পূর্ণ পুড়ে গেছে।

ওই মার্কেটের অপর ব্যবসায়ী মতিউর রহমান জানান, আগুনের পাশাপাশি ফায়ার সার্ভিসের পানিতে অধিকাংশ দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিএম ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তা করার বিষয়টিও বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১০

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

১২

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১৪

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১৫

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১৬

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৭

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৮

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৯

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

২০
X