কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

দুই সাংবাদিককে স্বেচ্ছাসেবকলীগ নেতার মারধর ও প্রাণনাশের হুমকি

স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় অফিসে ঢুকে দুই সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা পোস্ট অফিসের পাশে সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরে আহত ও হুমকি পাওয়া দুই সাংবাদিক হলেন দৈনিক কালবেলার চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ ও দৈনিক মুক্ত খবর পত্রিকার চান্দিনা প্রতিনিধি সোহেল রানা।

মো. শামীম হোসেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য।

জানা গেছে, দেয়ালে আরেক প্রার্থীর পোস্টারের ওপরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেনের পোস্টার লাগাতে গেলে নিষেধ করে দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হন শামীমের সমর্থকরা। পরে সাংবাদিকদের কার্যালয়ে শামীমের নেতৃত্বে তার সহযোগীরা হামলা চালিয়ে সাংবাদিক সোহেল রানা ও আকিবুল ইসলামকে মারধর করে। মারধরের পর তাদের হত্যার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

হামলার শিকার সাংবাদিক সোহেল রানা বলেন, আমি অফিসের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় চারজন কিশোর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের পোষ্টারের ওপর শামীম হোসেনের পোস্টার লাগাচ্ছে। আমি ও সাংবাদিক হারেছ তাদেরকে পোস্টারের ওপর পোস্টার না লাগিয়ে নিচে ফাঁকা জায়গায় লাগাতে বললে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। একপর্যায়ে একজন ফোন করে ৬/৭ জন কিশোর এনে আমাদের ওপর চড়াও হয়।

তিনি বলেন, পরে আমরা অফিসে গেলে শামীম হোসেন ও তার সহযোগীরা অফিসে ঢুকে আমাদের এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তিনি ও তার ভাতিজা রাশেদ আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শামীম হোসেন বলেন, এক পোস্টারের ওপর আরেকজনের পোস্টার লাগানো নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কর্মীদের তর্ক হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমি শুধু সাংবাদিকদের বলেছি, আপনারা কেন ভিডিও করেছেন? কেউ তো অভিযোগ করেনি। পরে কিংকর ভাইয়ের অফিসে গিয়ে এটা সমাধান করেছি।

তিনি বলেন, দুই সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমাদের মধ্যে হাসিখুশি কথাবার্তা হয়েছে। আমার লোক কাউকে মারধর করেনি। আর আমিও তাদেরকে হুমকি দেইনি। তাদের অভিযোগ ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১০

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১১

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১২

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৩

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৪

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৫

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৬

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১৭

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১৮

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১৯

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

২০
X