কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

দুই সাংবাদিককে স্বেচ্ছাসেবকলীগ নেতার মারধর ও প্রাণনাশের হুমকি

স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় অফিসে ঢুকে দুই সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা পোস্ট অফিসের পাশে সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরে আহত ও হুমকি পাওয়া দুই সাংবাদিক হলেন দৈনিক কালবেলার চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ ও দৈনিক মুক্ত খবর পত্রিকার চান্দিনা প্রতিনিধি সোহেল রানা।

মো. শামীম হোসেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য।

জানা গেছে, দেয়ালে আরেক প্রার্থীর পোস্টারের ওপরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেনের পোস্টার লাগাতে গেলে নিষেধ করে দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হন শামীমের সমর্থকরা। পরে সাংবাদিকদের কার্যালয়ে শামীমের নেতৃত্বে তার সহযোগীরা হামলা চালিয়ে সাংবাদিক সোহেল রানা ও আকিবুল ইসলামকে মারধর করে। মারধরের পর তাদের হত্যার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

হামলার শিকার সাংবাদিক সোহেল রানা বলেন, আমি অফিসের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় চারজন কিশোর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের পোষ্টারের ওপর শামীম হোসেনের পোস্টার লাগাচ্ছে। আমি ও সাংবাদিক হারেছ তাদেরকে পোস্টারের ওপর পোস্টার না লাগিয়ে নিচে ফাঁকা জায়গায় লাগাতে বললে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। একপর্যায়ে একজন ফোন করে ৬/৭ জন কিশোর এনে আমাদের ওপর চড়াও হয়।

তিনি বলেন, পরে আমরা অফিসে গেলে শামীম হোসেন ও তার সহযোগীরা অফিসে ঢুকে আমাদের এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তিনি ও তার ভাতিজা রাশেদ আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শামীম হোসেন বলেন, এক পোস্টারের ওপর আরেকজনের পোস্টার লাগানো নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কর্মীদের তর্ক হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমি শুধু সাংবাদিকদের বলেছি, আপনারা কেন ভিডিও করেছেন? কেউ তো অভিযোগ করেনি। পরে কিংকর ভাইয়ের অফিসে গিয়ে এটা সমাধান করেছি।

তিনি বলেন, দুই সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমাদের মধ্যে হাসিখুশি কথাবার্তা হয়েছে। আমার লোক কাউকে মারধর করেনি। আর আমিও তাদেরকে হুমকি দেইনি। তাদের অভিযোগ ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১০

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১১

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১২

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৩

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৪

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৫

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

১৬

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

১৭

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

১৮

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

১৯

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

২০
X