কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

দুই সাংবাদিককে স্বেচ্ছাসেবকলীগ নেতার মারধর ও প্রাণনাশের হুমকি

স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় অফিসে ঢুকে দুই সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা পোস্ট অফিসের পাশে সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরে আহত ও হুমকি পাওয়া দুই সাংবাদিক হলেন দৈনিক কালবেলার চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ ও দৈনিক মুক্ত খবর পত্রিকার চান্দিনা প্রতিনিধি সোহেল রানা।

মো. শামীম হোসেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য।

জানা গেছে, দেয়ালে আরেক প্রার্থীর পোস্টারের ওপরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেনের পোস্টার লাগাতে গেলে নিষেধ করে দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হন শামীমের সমর্থকরা। পরে সাংবাদিকদের কার্যালয়ে শামীমের নেতৃত্বে তার সহযোগীরা হামলা চালিয়ে সাংবাদিক সোহেল রানা ও আকিবুল ইসলামকে মারধর করে। মারধরের পর তাদের হত্যার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

হামলার শিকার সাংবাদিক সোহেল রানা বলেন, আমি অফিসের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় চারজন কিশোর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের পোষ্টারের ওপর শামীম হোসেনের পোস্টার লাগাচ্ছে। আমি ও সাংবাদিক হারেছ তাদেরকে পোস্টারের ওপর পোস্টার না লাগিয়ে নিচে ফাঁকা জায়গায় লাগাতে বললে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। একপর্যায়ে একজন ফোন করে ৬/৭ জন কিশোর এনে আমাদের ওপর চড়াও হয়।

তিনি বলেন, পরে আমরা অফিসে গেলে শামীম হোসেন ও তার সহযোগীরা অফিসে ঢুকে আমাদের এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তিনি ও তার ভাতিজা রাশেদ আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শামীম হোসেন বলেন, এক পোস্টারের ওপর আরেকজনের পোস্টার লাগানো নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কর্মীদের তর্ক হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমি শুধু সাংবাদিকদের বলেছি, আপনারা কেন ভিডিও করেছেন? কেউ তো অভিযোগ করেনি। পরে কিংকর ভাইয়ের অফিসে গিয়ে এটা সমাধান করেছি।

তিনি বলেন, দুই সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমাদের মধ্যে হাসিখুশি কথাবার্তা হয়েছে। আমার লোক কাউকে মারধর করেনি। আর আমিও তাদেরকে হুমকি দেইনি। তাদের অভিযোগ ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১০

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১১

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৩

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৪

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১৫

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১৬

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১৭

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৮

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৯

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

২০
X