ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

ঢাকার মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
ঢাকার মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ঈদগা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ডে মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়।

নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি নাহিদুর রহমান মৃধা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের আলেম, ওলামা এবং স্থানীয় কাউন্সিলর ও বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এ সময় ধর্মপ্রাণ হাজারো মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন।

এর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে আমাদের একমাত্র আর্জি তিনি যেন আমাদের নিয়ত কবুল ও মঞ্জুর করেন এবং দ্রুত বৃষ্টি দিয়ে দাবদাহ থেকে আমাদের মুক্তি দেন। আমিন।

এ সময় সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন সব হিংসা বিদ্বেষ ভুলে আমরা এককাতার শামিল হই। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমাদের আমল ছাড়া পরকালে কিছুই নিয়ে যেতে পারব না। তাই আল্লাহ ও নবী রাসুলের পথ অবলম্বনের বিকল্প নেই। কেননা, কেয়ামতের আলামত দৃশ্যমান হতে শুরু করেছে। পরকালে বেহেশতে যেতে নামাজ-রোজা এবং আল্লাহ ও নবী রাসুলের পথে চলার বিকল্প নেই।

এ ইসতিসকার নামাজে ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ নং ওয়ার্ডে বসবাসরত বাসিন্দা ছাড়াও ঢাকা -৫ নির্বাচনী এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আলো, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন পাটোয়ারী, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত, পাড়া ডগাইর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শফিকুল ইসলাম, ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সোহেল খান, ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ অপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র স‌চিব

মোবাইলের আলোয় সিজারের চেষ্টা, অতঃপর…

দ্বিতীয় ম্যাচেও বোলিংয়ে টাইগাররা

দেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত : মঈন খান

শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

কনসার্ট করতে অস্ট্রেলিয়া যাবেন তাহসান

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন ট্রাফিক ইন্সট্রাক্টর

প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের আরও ৮৮ সীমান্তরক্ষী

‘রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো’

শরীয়তপুরে চিকিৎসকের বিরুদ্ধে যত অভিযোগ

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের 

১১

গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের ওপর হামলার হুমকি

১২

জনগণের কথা চিন্তা করে আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী

১৩

রাতেই তীব্র ঝড়ের পূর্বাভাস

১৪

হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন 

১৫

আরেক দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

১৬

যে একাদশ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নামতে পারে টাইগাররা

১৭

হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি

১৮

সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

১৯

যে কারণে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা 

২০
*/ ?>
X