জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার চন্দের মোটরসাইকেল প্রতীকের কর্মী রিতুকে পিটিয়ে আহত করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান স্বপনের কাপ পিরিচ প্রতীকের কর্মীরা। আহত রিতু উপজেলার কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কাপ পিরিচের কর্মী প্রধান অভিযুক্ত টনিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসোহেল খান বলেন, আজ (৬ মে) রাত ৮টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বিনা উস্কানিতে রিতুর উপর আক্রমণ চালায় কাপ পিরিচের কর্মী টনিসহ অন্যরা।
তিনি জানান, টনি তার বাবার চা স্টলে পনের বিশ জন ওৎপেতে ছিলেন। তারা রিতুকে একা পেয়ে হামলা চালায়। তাদের আক্রমণে ধারালো কোন বস্তুর আঘাতে রিতুর মাথা ফেটে যায়। রক্তাক্ত তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ সময় বাজারের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে টনিকে গণধোলাই দেয়ার চেষ্টা করলে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ টনিকে আটক করে নিয়ে যায়। মোটর সাইকেল প্রতীকের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমন্বয়ক সরোয়ার হোসেন শান্ত ঘটনার নিন্দা জানান। নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির কালবেলাকে জানান, এ ঘটনায় একজনকে হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য করুন