বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে বানাচ্ছেন দেড় কিমি রাস্তা

কুমিল্লার বরুড়া নিজ উদ্যোগ রাস্তা বানাচ্ছেন গ্রামবাসী। ছবি : কালবেলা
কুমিল্লার বরুড়া নিজ উদ্যোগ রাস্তা বানাচ্ছেন গ্রামবাসী। ছবি : কালবেলা

নিজেদের অর্থায়নে মাঠের মাঝখান দিয়ে প্রায় দেড় কিলোমিটার সড়ক তৈরি করছেন কুমিল্লার বরুড়া পৌরসভা ও উপজেলার ১০ গ্রামের বাসিন্দারা। উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর থেকে বরুড়া পৌরসভার দেওড়া পর্যন্ত এ রাস্তা নির্মাণে মাঠে নেমেছেন তারা। শিক্ষা-চিকিৎসা-ব্যবসাসহ নানা সুবিধার কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৩ মে থেকে প্রতিদিন সকালে কোদাল-ঝুড়ি নিয়ে রাস্তা তৈরির কাজে চলে আসেন ৫০ থেকে ৬০ জন মানুষ। অনেক উৎসবমুখর পরিবেশেই সবাই একসঙ্গে কাজ করেন।

স্থানীয়রা জানান, খোশবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর এবং আশপাশের ১০টি গ্রামের মানুষকে বরুড়া পৌর সদরে যেতে অনেকটা পথ ঘুরে যেতে হয়। অথচ দেড় কিলোমিটার রাস্তা হলেই মানুষের ভোগান্তি কমে আসে। এ ছাড়াও বিশাল ওই ফসলের মাঠে জমিতে চাষের জন্য ট্রাক্টর যেতে পারে না। ফসল তুলে বাড়িতে নেওয়ার জন্য কোনো গাড়িও নামার সুব্যবস্থা নেই। এ জমিগুলোতে পানির সেচ নিয়েও কৃষকদের ভোগান্তি বেশ। ফলে মেয়র-চেয়ারম্যানদের দিকে না তাকিয়ে নিজেরাই সে রাস্তা তৈরির উদ্যোগ নেন। তাদের সঙ্গে একাত্মতা করে অন্তত ১০টি গ্রাম থেকে ৬০ জন মাটি কেটে রাস্তা তৈরিতে যোগ দেন। রাস্তাটি তৈরিতে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ বিভিন্ন পরিমাণে জমি দান করেছেন।

রাস্তাটি তৈরির অন্যতম উদ্যোক্তা পৌরসভার দেওড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, আমাদের এ কাজটি সমাপ্ত হতে কতদিন লাগবে জানা নেই। প্রতিদিন প্রায় ৫০-৬০ জন কাজ করছেন। সবাই বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। রাস্তাটি নির্মাণ হলে পৌরসভার সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়ন দক্ষিণ খোশবাসের যাতায়াতের সুবিধাভোগ করবে প্রায় ১০ গ্রামের মানুষ।

পৌরসভার বাসিন্দা দিদারুল আলম বলেন, বরুড়া পৌরসভার দেওড়া থেকে জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এতদিন অনেকটা পথ ঘুরে তারা স্কুলে যেত। এখন এ রাস্তাটি সম্পূর্ণ কাজ শেষ হলে ছাত্রছাত্রীরা কম সময়ে এবং অল্প পথ হেঁটেই স্কুলে যেতে পারবে।

খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কালবেলাকে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। নির্বাচনের পর আমি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে পারব।

বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন কালবেলাকে বলেন, তাদের এ মহৎ কাজ দেখে আমি আবেগাপ্লুত হয়ে গেছি। এখনো অনেক ভালো মানুষ সমাজে আছে। তারা আমাকে প্রথম থেকে বিষয়টা অবগত করেনি। তারপরও আমি জানতে পেরে রাস্তার কাজ দেখতে গেছি। শ্রমিকের চায়ের বিলটাও তারা নিজেরাই দিচ্ছে। আমি এ কাজের জন্য কিছু টাকা দেব। পরে পৌরসভার বরাদ্দ আসলে রাস্তায় ইটের সলিংয়ের ব্যবস্থা করা হবে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং কালবেলাকে বলেন, আমি রাস্তার বিষয়টি শুনেছি। সরেজমিনে পরিদর্শনে যাব, পরে বিস্তারিত জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে : গিয়াসউদ্দিন তাহেরী

সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাবে ১০ কোটি টাকা ফ্রিজ

ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ‘এমপাওয়ারঅ্যাবিলিটি-২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসারকে দূরে রাখতে চান? এই সহজ ৫ টিপস মানুন আজ থেকেই

কিংবদন্তির মৃত্যুতে স্তব্ধ বলিউড

কর্মসূচি প্রত্যাহার করল চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ

যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতের হানা, অতঃপর...

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

র‍্যাগিংয়ের অভিযোগ / ‘ম্যানার’ শেখানোর নামে থাপ্পড়, কানে শুনছে না নবীন শিক্ষার্থী

পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে : রাজনাথ সিং

১০

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

১১

আসন বণ্টন নিয়ে বিএনপির ভিন্ন চিন্তা

১২

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর আয়কর নথি জব্দ

১৩

আ.লীগের অফিসের পাশে অজ্ঞাত নারীর মরদেহ

১৪

সিন্ডিকেট রুখতে খুলনায় মোবাইল বিক্রি বন্ধ

১৫

কানের পর্দা ফাটে কেন? এমন হলে কী করবেন আর কী করবেন না

১৬

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার নিয়ে যা বললেন ফারুকী

১৭

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১৮

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

১৯

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

২০
X