বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়াসহ তিনজনের মৃত্যুদণ্ড। ছবি : কালবেলা
বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়াসহ তিনজনের মৃত্যুদণ্ড। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে পরকীয়ার কারণে স্বামী আশিক মিয়াকে হত্যার পর লাশ গুমের চেষ্টার দায়ে স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন ও তার প্রেমিকসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

একই সঙ্গে স্ত্রী মিনা বেগকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ওই ৩ আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি তিন হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ির ছফু খাঁর ছেলে ও পরকীয়া করা শিবলু ওরফে ফকির (২৪), রামনগর (তরফদার বাড়ি) গ্রামের মৃত সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে নয়ন ওরফে সিয়াম (২৩) ও আমতলী দক্ষিণপাড়ার তরিকুল মণ্ডলের ছেলে নাইম (২৫)। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, মৃত আশিক মিয়ার সঙ্গে চার বছর আগে মিনা বেগমের বিয়ে হয়। এ দম্পতির মহিন (৩) নামের একটি ছেলে আছে। এদিকে আসামি ফুফাতো ভাই শিবলুর সঙ্গে মিনা বেগমের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে বিষয়টি জানাজানি হয় এবং তার স্বামীর চোখেও পড়ে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ২০২০ সালের ২ অক্টোবর পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা আশিককে ডেকে নিয়ে শ্বাসরোধ এবং গোপনাঙ্গে আঘাত করে হত্যা করা হয়। পরে এসিড দিয়ে মুখ পুড়িয়ে নদীতে লাশ ফেলে দেওয়া হয়।

ঘটনার দুদিন পর ৪ অক্টোবর সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদী থেকে আশিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন নিহতের ভাই আনিছ উদ্দিন বাদী হয়ে সাজাপ্রাপ্ত চারজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। তারা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। পুলিশ তদন্ত শেষে ওই চারজকে অভিযুক্ত করে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে তিনবছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় ঘোষণা করে। মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাড. মন্তেজার রহমান. অ্যাড. আবু বক্কর সিদ্দিক. অ্যাড. বাবলু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুর রাজ্জাক খান বলেন, সমাজের স্বাভাবিক নীতি যারা নষ্ট করে নৈতিক মূল্যবোধ ভাঙ্গতে চায় এ রায় তাদের জন্য দৃষ্টান্ত। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির ৩ নেতা  বহিষ্কার

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

ছাত্রদলের মিছিলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ল সায়দুল

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও একজন

১০

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

১১

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

১২

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

১৩

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

১৪

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

১৫

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

১৬

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

১৭

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

১৮

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

১৯

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

২০
X